দৈনিকবার্তা প্রতিবেদক ১৯ ডিসেম্বর শুক্রবার- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য আরো সাতশ বাংলাদেশি শান্তিরক্ষী নেবে জাতিসংঘ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শুক্রবার বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষিণ সুদানের জন্য বাংলাদেশ থেকে নতুন করে সাতশ শান্তিরক্ষী নেওয়া হচ্ছে। গত ১৭ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের সঙ্গে শান্তিরক্ষা মিশনের ওয়ার্কিং কমিটির বৈঠকেও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ১২৮টি দেশের ১ লাখ ৪ হাজার ৩২০ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে ১৬টি মিশনে শান্তিরক্ষায় দায়িত্ব পালন করছেন। শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে ৯ হাজার ২৭৫ জন বাংলাদেশি বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন, সংখ্যার বিচারে এই মিশনে বাংলাদেশের অবদানই এখন সবচেয়ে বেশি।