দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ডিসেম্বর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা ভর্তি পরীক্ষায় ফেল করেছে তারা মেডিকেলে ভর্তি হতে পারবে না৷তিনি বলেন, যারা ভর্তি পরিক্ষায় পাশ করেনি- তাদের ভর্তি হবার সুযোগ আমি কী ভাবে দেব ? যারা পাশ করেনি, তারা কী ভাবে ডাক্তার হবে ? যে ফেল করেছে তাকে ভর্তি করবো -এ ধরনের মন মানসিকতার স্বাস্থ্যমন্ত্রী আমি নই৷ তিনি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঘারুন-উর-রশীদের সভাপতিত্বে সভায় জাতীয় অধ্যাপক এম আর খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরম্নল হক, কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. এম মুহিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন৷ মোহাম্মদ নাসিম বলেন, বেসরকারি উদ্যোগে আরও হাসপাতাল হলে সরকার সহযোগিতা করবে৷ স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ থাকতে হবে৷ সরকার বারডেম, শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশনের মতো উদ্যোক্তাদের সহযোগিতা করতে চায়৷তিনি বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মেডিকেল শিক্ষার মান বজায় রাখার আহবান জানান৷ ভর্তি পরীক্ষায় ফেল করাদের ভর্তি না করার পরামর্শ দেন৷ তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই৷ কিন্তু মোহনার মতো ভেজাল হাসপাতাল আমরা কিছুতেই চাই না৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, কিডনি সংযোজনে অতীতে অনেক দালাল দরিদ্র মানুষকে প্রতারিত করেছে৷ এ সংক্রানত্ম একটি আইনের খসড়া ইতোমধ্যে চুড়ানত্ম হবার পথে৷ আগামী ২৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের বৈঠকে কিডনি সমর্্পিকত আইনের খসড়া চূড়ানত্ম করে আগামী জাতীয় সংসদ অধিবেশনে তা পাশ করার উদ্যোগ নেওয়া হবে৷স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ নিমর্ূলে সৰম হয়েছি৷ বাংলাদেশে এখন শানত্মি বিরাজ করছে৷পাকিসত্মানে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাসিম বলেন, আমরা পাকিসত্মান থেকে আলাদা হয়ে উত্তম কাজ করেছি৷ এজন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাই৷ তারা কীসের ধর্মের কথা বলে ? কীসের ইসলামের কথা বলে ? তারা বিশ্ব মানবতাকে হত্যা করছে৷ শিশুদের হত্যা করছে৷ সূচনা বক্তব্যে কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক এম মুহিবুর রহমান জানান, ২০০৩ সালে ৭০ হাজার টাকায় ধানম-ির একটি ভাড়াবাড়িতে ৬টি ডায়ালসিসি মেশিন নিয়ে কিডনি ফাউন্ডেশন যাত্রা শুরম্ন করে৷ বর্তমানে কিডনি ফাউন্ডেশন ১৫০ শয্যার হাসপাতালে পরিণত হয়েছে৷ ৪৫টি ডায়ালসিস মেশিন দ্বারা ১২০-১৩০ জন রোগী প্রতিদিন ডায়ালসিস করার সুযোগ পা”েছ৷ ১৬ শয্যার নিবিড় পর্যবেৰণ কেন্দ্র ও ৩টি অপারেশন থিয়েটার রয়েছে৷ এ পর্যনত্ম ২৯৬ জন রোগী এখানে কিডনি সংযোজন করেছেন৷ ২০১১ সাল থেকে ডায়ালাইসিস সেবা বাড়ি বাড়ি যেয়ে দিচ্ছে কিডনি ফাউন্ডেশন৷ এ পর্যনত্ম ১৬১ জন এ সেবা পেয়েছেন৷
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...