দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ডিসেম্বর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা ভর্তি পরীক্ষায় ফেল করেছে তারা মেডিকেলে ভর্তি হতে পারবে না৷তিনি বলেন, যারা ভর্তি পরিক্ষায় পাশ করেনি- তাদের ভর্তি হবার সুযোগ আমি কী ভাবে দেব ? যারা পাশ করেনি, তারা কী ভাবে ডাক্তার হবে ? যে ফেল করেছে তাকে ভর্তি করবো -এ ধরনের মন মানসিকতার স্বাস্থ্যমন্ত্রী আমি নই৷ তিনি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঘারুন-উর-রশীদের সভাপতিত্বে সভায় জাতীয় অধ্যাপক এম আর খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরম্নল হক, কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. এম মুহিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন৷ মোহাম্মদ নাসিম বলেন, বেসরকারি উদ্যোগে আরও হাসপাতাল হলে সরকার সহযোগিতা করবে৷ স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ থাকতে হবে৷ সরকার বারডেম, শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশনের মতো উদ্যোক্তাদের সহযোগিতা করতে চায়৷তিনি বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মেডিকেল শিক্ষার মান বজায় রাখার আহবান জানান৷ ভর্তি পরীক্ষায় ফেল করাদের ভর্তি না করার পরামর্শ দেন৷ তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই৷ কিন্তু মোহনার মতো ভেজাল হাসপাতাল আমরা কিছুতেই চাই না৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, কিডনি সংযোজনে অতীতে অনেক দালাল দরিদ্র মানুষকে প্রতারিত করেছে৷ এ সংক্রানত্ম একটি আইনের খসড়া ইতোমধ্যে চুড়ানত্ম হবার পথে৷ আগামী ২৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের বৈঠকে কিডনি সমর্্পিকত আইনের খসড়া চূড়ানত্ম করে আগামী জাতীয় সংসদ অধিবেশনে তা পাশ করার উদ্যোগ নেওয়া হবে৷স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ নিমর্ূলে সৰম হয়েছি৷ বাংলাদেশে এখন শানত্মি বিরাজ করছে৷পাকিসত্মানে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাসিম বলেন, আমরা পাকিসত্মান থেকে আলাদা হয়ে উত্তম কাজ করেছি৷ এজন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাই৷ তারা কীসের ধর্মের কথা বলে ? কীসের ইসলামের কথা বলে ? তারা বিশ্ব মানবতাকে হত্যা করছে৷ শিশুদের হত্যা করছে৷ সূচনা বক্তব্যে কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক এম মুহিবুর রহমান জানান, ২০০৩ সালে ৭০ হাজার টাকায় ধানম-ির একটি ভাড়াবাড়িতে ৬টি ডায়ালসিসি মেশিন নিয়ে কিডনি ফাউন্ডেশন যাত্রা শুরম্ন করে৷ বর্তমানে কিডনি ফাউন্ডেশন ১৫০ শয্যার হাসপাতালে পরিণত হয়েছে৷ ৪৫টি ডায়ালসিস মেশিন দ্বারা ১২০-১৩০ জন রোগী প্রতিদিন ডায়ালসিস করার সুযোগ পা”েছ৷ ১৬ শয্যার নিবিড় পর্যবেৰণ কেন্দ্র ও ৩টি অপারেশন থিয়েটার রয়েছে৷ এ পর্যনত্ম ২৯৬ জন রোগী এখানে কিডনি সংযোজন করেছেন৷ ২০১১ সাল থেকে ডায়ালাইসিস সেবা বাড়ি বাড়ি যেয়ে দিচ্ছে কিডনি ফাউন্ডেশন৷ এ পর্যনত্ম ১৬১ জন এ সেবা পেয়েছেন৷
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বাজারে এলো ‘অপো রেনো১৩ ৫জি স্মার্টফোন
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি সম্পূর্ণ ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন। এই মোবাইলে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯...
১৩০০ কোটি টাকার সৌদি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ “শপআপ”
বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি জোট বেধে গঠন করলো সিল্ক গ্রুপ। এর ফলে...
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা...
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের...