ব্যারিস্টার নাজমুল হুদা

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ডিসেম্বর: বর্তমান প্রেক্ষাপটে জাতির দাবি একটি সুষ্ঠু নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা৷ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)৷ নাজমুল হুদা বলেন, বিজয় দিবসে এক পক্ষ আরেক পক্ষকে রাজাকার, জানোয়ার বলে গালি দিচ্ছে৷ এই হলো বাংলাদেশের বিজয় উদযাপন৷তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছর পার হলেও দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পায়নি৷ অথচ সমস্ত ক্ষমতার উত্‍স জনগণ৷ তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ এখন শুধুই স্মৃতি হয়ে আছে৷ বাংলাদেশ মানবাধিকার পার্টি দলীয় পক্ষপাতিত্বের ঊধের্্ব উঠে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে৷ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনডিপি’র চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ৷ এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক দলের যুগ্ম মহাসচিব ড. কে. এম বেলায়েত, জাতীয় গণতান্ত্রিক দলের প্রস্তাবিত সভাপতি রকিবুর রহমান খান চৌধুরী, লেবার পাটির্র চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া, জাস্টিস পাটির্র সভাপতি হাসান ফজলুল হক, অর্থনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী৷