সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দৈনিকবার্তা-গাজীপুর, ১৮ ডিসেম্বর: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন ঘরে যাদের শত্রম্ন, তাদের শত্রম্নতা করার জন্য বাইরের শত্রম্নর প্রয়োজন হয় না৷ বিএনপির এখন ঘরের শক্রই বিভীষণ৷ এই বিভীষণরাই বিএনপি ভাঙনের কারণ হবে৷ আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই যে তারা বিএনপিকে ভাঙনের মুখে ঠেলে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশকে একটা নেতিবাচক দিকে ফেলে দেবে৷ আসলে বিএনপি’র রাজনীতিটাই এখন নেতিবাচক রাজনীতি৷ তাদের নেতিবাচক রাজনীতিই দলের ভাঙনের কারণ হবে৷ তিনি আরো বলেন, আজকে লন্ডন থেকে তাদের উদীয়মান নেতা যেভাবে নেতিবাচক রাজনীতি করছেন এবং কয়েকদিন পরপরই এক একটি শব্দ বোমা নিক্ষেপ করছেন, এই শব্দ বোমায় বিএনপির নেতা-কর্মীরা আজ বিভক্ত এবং তারা দ্বিধাগ্রস্থ৷ তারা এ দল করবে কিনা এটাও অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে৷ তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পারম্নলী নদীর উপর নির্মিত রাজাবাড়ি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন৷ এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মো. রহমত আলী, বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ এর আগে মন্ত্রী একই সড়কের রাজেন্দ্রপুর এলাকায় রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন৷