দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে র্যাবের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেশ ও জাতির জন্য ক্ষতিকর বলে মনে করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি৷বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে খালেদা জিয়ার ওই বক্তব্যের নিন্দাও জানানো হয়৷ সভায় কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
গত১৩ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে ২০ দলের জনসভায় খালেদা জিয়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জিয়াকে গ্রেফতার না করায় প্রশ্ন তুলে বলেন, তাকে গ্রেফতার করলেই সরকারের সব খুন, গুম হত্যার রহস্য বেরিয়ে আসবে৷ বৈঠক শেষে কমিটির প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, আজকে যেটা লক্ষ্যনীয় তা হচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের উদ্বুদ্ধ করা উচিত, প্রেরণা দেওয়া উচিত্, সহযোগিতা করা উচিত্৷
আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য চাঁদাবাজির মত অন্যায় কাজে জড়িত থাকলে তাদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি৷আমির হোসেন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা সদস্যের পরিচয়ে চাঁদাবাজি বা অন্য কোনো অন্যায় কাজে লিপ্ত থাকলে তাদের ব্যাপারে কঠোর হস্তে দমন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ ও সে ব্যাপারে শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে৷সামপ্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য চাঁদাবাজির সময় ধরা পড়ার মধ্যে এ নির্দেশ দিল সরকার৷পাশাপাশি যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে নিরপেক্ষভাবে নিয়ন্ত্রণ ও কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আমু৷
দ্রুত বিচার ট্রাইবু্যনালে জমে থাকা মামলার জট খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত বিচার আইনে অনেক মামলা জমে আছে, সেখানে কিছু আইনি জটিলতাও রয়েছে৷ আইনি জটিলতা নিরসনের জন্য আইনমন্ত্রীকে এ সংক্রান্ত কমিটির সদস্য করা হবে৷ আইনি জটিলতা নিরসনে দ্রুত বিচার ট্রাইবু্যনালে জমে থাকা মামলাগুলো অতি দ্রুত সমাধান করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷মোবাইল ফোনে হুমকি ও চাঁদাবাজি রোধে অপরাধীদের পরিচয় শনাক্তের জন্য বিটিআরসিকে জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধনের মাধ্যমে তত্পরতা চালাতে আবারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী৷ সীমান্তে চোরাচালান বন্ধ বিশেষ করে মাদক দ্রব্য চোরাচালান রোধে বিজিবি ছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তত্পর হতে বলেছে মন্ত্রিসভা কমিটি৷
আমু বলেন, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনসিডিলের কারখানা ভেঙে দেওয়া হয়েছে৷ এতে ৯০ শতাংশ আমদানি কমে গেছে৷ মায়ানমারের সঙ্গেও ইয়াবা নিয়ে আলোচনা হচ্ছে, যাতে ভারতের মত ওখানকার জিনিসগুলোও তারা নিয়ন্ত্রণ করে৷র্যাব ও এই বাহিনীর এক কর্মকর্তাকে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের দিকে ইঙ্গিত করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীর কোনো সংস্থা ও এর কর্মকর্তাদের নাম উল্লেখ করে বক্তব্য দেশ ও জাতির জন্য ক্ষতিকর৷
বুধবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বুদ্ধ করা উচিত৷ কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, কোন কোন দলের নেতা-নেত্রীরা কোন কোন সংস্থার প্রধানদের নাম নিয়ে বক্তব্য দিচ্ছেন৷এ ধরনের বক্তব্য জাতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর৷ কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকলে কোন দলেরই কাজ করার পরিস্থিতি থাকবে না৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, নাম ধরে কোনো সংস্থার বিরুদ্ধে বক্তব্য দেওয়া দেশ ও জাতির বিরুদ্ধে বক্তব্য হচ্ছে বলে কমিটি মনে করছে৷সরকারবিরোধী আন্দোলন দমনে র্যাবকে ব্যবহার করা হচ্ছে এবং তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে হত্যা- গুম করছে বলে অভিযোগ করে আসছেন বিএনপির নেতারা৷
গত শনিবার নারায়ণগঞ্জে এক জনসভায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে গুম-হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তার গ্রেপ্তার দাবি করেন খালেদা জিয়া৷সভায় মামলা জট, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার রোধ নিয়ে আলোচনা হয় বলে জানান আমু৷আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিরপেক্ষতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা্ নিতেও বলা হয়েছে বৈঠকে৷ফেনসিডিল পাচার ৯০ শতাংশ কমেছে দাবি করে মন্ত্রী বলেন, ইয়াবা ঠেকাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে৷