kaleda-hasina-3-হাসিনা-খালেদা1

দৈনিকবার্তা-মৌলভীবাজার, ১৭ ডিসেম্বর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার ও মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মাপা যাবে না৷বুধবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে অনুষ্ঠিত একটি জাতীয় দৈনিক পত্রিকার দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

ইনু বলেন, বেগম জিয়া এবং তার দলের লোকেরা অব্যাহত দেশে গণতন্ত্র নাই বলে চিত্‍কার করছে৷ তারা বলছে, গণতন্ত্র করারুদ্ধ৷ বাস্তবে গণতন্ত্র নয়, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীরাই কারারুদ্ধ৷ বেগম খালেদা জিয়ার আক্ষেপ গণতন্ত্রের জন্য নয়৷ তার এই কান্না যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদীদের জন্য৷তিনি বলেন, মিথ্যাচার করে খালেদা ও তারেক বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস এবং শহীদদের অপমান করছে৷ এই অপমান জাতির অপমান, মুক্তিযুদ্ধের অপমান৷ এই অপমান বন্ধ করুন৷

মন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের ধারাকে সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি৷ গণমাধ্যমের একটা দায়বদ্ধতা রয়েছে৷ সেই দায়বদ্ধতা মেনেই সাংবাদিকতা করতে হবে৷ শিল্পী ও সাংবাদিকরা কখনই অন্যায়ের পক্ষে থাকতে পারেনা৷