দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজীনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সবচেয়ে দৃঢ়৷ এটি কোনো কূটনৈতিক ভাষ্য নয়, এটি একেবারে সত্যি কথা৷ এর অংশীদার হতে পেরে তিনি নিজেও গর্বিত৷
বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাত্কারের পর সাংবাদিকদের মজীনা এসব কথা বলেন৷ বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাতের জন্য রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান মজীনা৷ সেখানে প্রায় ঘন্টাব্যাপী তাঁদের বৈঠক চলে৷
বৈঠক শেষে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশের ৬৪ জেলায় ঘুরেছেন৷ সেখানে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছে, এসব তিনি বিরোধীদলীয় নেতার কাছে বর্ণনা করেন৷ দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ বাংলাদেশ স্বাস্থ্য, কৃষি, শিক্ষা খাতে উন্নতি করছে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে৷
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম বলেন,এ বৈঠকে জিএসপি, গার্মেন্টস খাতসহ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়৷ এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত একটি লাইনও উচ্চারণ করেননি৷
রওশন এরশাদের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির চেয়ারপসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে তাঁর গুলশানের বাসভবনে যান মজীনা৷