দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদলত৷ বুধবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দেন৷ ২০১০ সালে ঢাকার প্রেসক্লাবে এক সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল৷ ওই বক্তব্যে তত্কালীন আইন প্রতিমন্ত্রীকে মানহানি করেছেন এ অভিযোগে আইনজীবী মশিউর রহমান বাদী হয়ে এ মামলাটি করেছিলেন৷ পরপর পাঁচটি ধার্য তারিখে বাদীপক্ষ আদালতে অনুপস্থিত থাকায় ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত বুধবার মামলাটি খারিজ করে দেন বলে আসামিপক্ষের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান৷ ২০১০ সালের জুলাই মাসে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সেই সময়ের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে সম্বোধন করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে এ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক৷ হাজিরার দিন থাকায় বুধবার সকালেই আদালতে আসেন বিএনপি নেতা ফখরুল৷ তার আইনজীবীরা মির্জা ফখরুলকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন৷তার আইনজীবী মেজবাহ বলেন, বাদীপক্ষ নিয়মিত না আসায় বিচারক মামলাটি খারিজের মৌখিক আদেশ দিয়েছেন৷বুধবার সকাল ১০টার দিকে ঢাকার সিএমএম আদালদের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালতে হাজিরা দেন তিনি৷ তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ফৌজদারি ২৪৭ ধারায় মির্জা ফখরুলকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন৷ পরপর ৫টি তারিখে কোনো পদক্ষেপ ছাড়া বাদী অনুপস্থিত মর্মে এ অব্যাহতি চাওয়া হয়৷