দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যও পরিবারকল্যাণ মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন৷তিনি বলেন, শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অত্যনত্ম অনত্মরিক৷ নারীদের যোগ্যতা অনুযায়ি তিনি তাদের সুযোগ করে দিচ্ছেন৷ যাতে করে নারীরা সমাজে আর অবহেলিত না থাকে৷
মোহাম্মদ নাসিম বুধবার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে রাজনৈতিক দলের নেতৃত্বে নারীর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন৷
মোহাম্মদ নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মতই শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন চান৷ আর চান বলেই নারীদের অগ্রগতিতে ভূমিকা রাখছেন৷ নারীদের সকল ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন৷
নারী সমাজকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দল গুলোকে একসাথে কাজ করার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীর ৰমতায়নে সকল রাজনৈতিক দল যদি এক হয়ে কাজ করি তাহলে আমাদের দেশের নারী সমাজ আরও এগিয়ে যাবে৷ আজ কিন্তু দেশের নারীরা আর পিছিয়ে নেই৷ তারা সমাজের বিভিন্ন স্থানে অনেক অবদান রাখছে৷ তাই এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে আনত্মরিক হয়ে কাজ করতে হবে৷
মোহাম্মদ নাসিম বলেন, যোগ্যতা অনুযায়ি তাদের সুযোগ করে দিতে হবে৷ সুযোগ না দিলে তো হবে না৷ তাই আমাদের সমাজে যে পুরুষ তান্ত্রিক মনোভাব আছে, তা আগে দূর করতে হবে৷
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম ওসমান ফারুক বলেন, নারীদের সকল ক্ষেত্রে সুযোগ দিতে হবে৷
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, রাজনৈতিক সংস্কৃতি ও মনমানসিকতার পরিবর্তনের জন্য দলের অভ্যনত্মরের নারী নেত্রীদের অধিক ভূমিকা রাখতে হবে৷
সাবেক নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, নারীদের শুধু বিভিন্ন স্থানে অন’র্ভক্ত করলেই হবে না৷ তাদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে৷ তাদের হাতে ক্ষমতা দিতে হবে৷
সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ি সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারীদের আনত্মর্ভূক্তি করা হয়েছে কিনা তার জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে৷ সেই কমিটি কেন্দ্র থেকে মহানগর,জেলা,উপজেলা, পৌরসভাসহ সকল পর্যায়ের কমিটিতে নারীদের নির্দিষ্ট সংখ্যক অনত্মভর্ূক্ত করা হয়েছে কিনা তার খোজ খবর নিবে৷
প্রথম আলো আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের মহাসচিব শিরীন সুলতানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ডেমক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি কে টি ক্রোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সভাপতি তানিয়া হক বক্তব্য রাখেন৷