দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে পাগলের প্রলাপ ও শিশুসুলভ আচরণ বলে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন৷ বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন৷ সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছেন, লন্ডনে বসে তারেক রহমান বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে যে মন্তব্য করেছেন, তা তিনি জানেন কি না৷ একাত্তরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চায়নি বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যে মন্তব্য করে তিনি বলেন,তার মধ্য দিয়ে বিএনপি একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করতে চাইছে৷তারেক রহমানের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, উনি কিছু দিন পর পর কথা ছাড়ছেন৷ অর্বাচীনের মতো কথা বলেন৷ এগুলো আসলে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়৷ তোফায়েল আহমেদ বলেন, আমরা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, এখন তো আর ওটা লাগে না৷ তাই যা খুশি তাই বলেন৷ বাণিজ্যমন্ত্রী বলেন, জিয়া (জিয়াউর রহমান) মাঝেমধ্যে বঙ্গবন্ধুর কাছে যেতেন, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যেতেন না৷ তাই বঙ্গবন্ধু তাঁকে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে যেতে বলতেন৷ খালেদা ও জিয়াকে এক করেছিলেন বঙ্গবন্ধু৷ এমনই মহান নেতা ছিলেন তিনি৷ এর উল্টো প্রতিশোধ হিসেবে তারেক রহমান অর্বাচীনের মতো কথা বলছেন৷ এসব লোক রাজনীতি করার উপযুক্ত নন৷ তোফায়েল আহমেদ বলেন, আমি অবাক হয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়৷ তিনি নাকি বলেছেন, বুদ্ধিজীবী হত্যা করেছে মুজিব বাহিনী৷ বুদ্ধিজীবীদের পরিবার-পরিজনেরা জানেন, কারা হত্যা করেছে৷ বুদ্ধিজীবী হত্যাকারীদের কারও ফাঁসি হয়েছে, কারও ফাঁসির রায় হয়েছে৷ এ হত্যাকারীদের রক্ষার জন্য তিনি এ কথা বলেছেন৷ তাঁকে অসম্মান করি না, তিনিও আমাকে সম্মান করেন৷ যদিও মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন৷ কী করে তিনি বললেন, বুদ্ধিজীবী হত্যা করেছে আওয়ামী লীগ?’ তিনি বলেন, জিয়া যুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে৷ প্রসঙ্গত. বিজয় দিবস উপলক্ষে সোমবার লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় তারেক দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে সামান্য সংখ্যক পাকিস্তানি সৈন্য তখন ছিল, তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি অনেক কমানো যেত৷ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী৷বুধবার দুপুরের দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজউদ্দিন আহমেদ মেহেদী নোটিশটি পাঠান৷ নয়াপল্টনে বিএনপিরকেন্দ্রীয় কার্যালয়ে এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নোটিশটি ফ্যাঙ্যোগে পাঠানো হয়েছে৷ নোটিসে তারেককে বক্তব্য প্রত্যাহার করে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে৷ তা করা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী৷ নোটিসে বলা হয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই৷ এই সব কিছু জানার পর এর জন্য আমরা এককভাবে কাকে দায়ী করতে পারি? শেখ মুজিবকে৷ এবং আমরা তাকে যেভাবে রাজাকার বলেছি, আমরা তথ্য প্রমাণ সত্য দিয়ে বিচার বিশ্লেষণ করে তাকে বলেছি- রাজাকার৷ আমরা সত্য ঘটনাবলীর ভিত্তিতে বলেছি সে ছিল পাকবন্ধু৷ওই বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি করে তারেক রহমান গর্হিত কাজ করেছেন বলে নোটিসে উল্লেখ করা হয়৷ পরিবার নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করা তারেক সামপ্রতিক সময়ে টানা কয়েকটি সভায় বাংলাদেশের ইতিহাসের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে বিতর্কিত হয়েছেন৷তার বক্তব্যের জন্য মানহানির অভিযোগে বাংলাদেশের আদালতে কয়েকটি মামলা হয়েছে৷ এর মধ্যে একটিতে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা৷
তারেক রহমানের বক্তব্য পাগলের প্রলাপ: তোফায়েল
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...