দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে মঙ্গলবার তালেবানদের হামলায় শিশুসহ ১২৬ জন নিহত হয়েছে। এখনো সেখানে অভিযান পরিচালিত হচ্ছে। রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি হামলায় ১২৬ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা শিশুসহ ঠিক কতো তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ নেতা নিঘাত ওরাকঝাই সংবাদদাতাদের নিশ্চিত করেছেন যে, পেশোয়ার হামলায় ১২৫ শিশু মারা গেছে। আর্মি পাবলিক স্কুলে পরিচালিত অভিযান পর্যবেক্ষণ করতে ইতোমধ্যেই পেশোয়ারে পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। স্থানীয় সময় সকাল ১০টার দিকে পাঁচ থেকে ছয়জন জঙ্গি সামরিক পোশাক পরে স্কুলের ভেতর প্রবেশ করে হামলা চালায়। তখন সেখানে শিশুসহ ৫০০ জনের মতো মানুষ ছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি করা ৫০০ জনের মধ্যে বেশিরভাগকেই বের করে আনা সম্ভব হয়েছে। ভেতরে এখনো কতজন আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তালেবানদের মুখপাত্র মুহাম্মদ উমর খোরায়েশি রয়টার্সকে বলেছেন, আমাদের আত্মঘাতী হামলাকারীরা স্কুলের মধ্যে প্রবেশ করেছে। তাদেরকে শিশুদের কোনো ক্ষতি করতে নিষেধ করা হয়েছে। আমাদের লক্ষ্য সেনা কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীরা তালেবানদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।