হজ-প্যাকেজ-২০১৫

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ ডিসেম্বর: বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৫ সালের হজে যেতে সর্বনিম্ম খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা বলে জানিয়েছেন এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার৷ সোমবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলন বেসরকারি হজ প্যাকেজের এ ঘোষণা দেন তিনি৷কুরবানির টাকা এ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়-এ কথা উল্লেখ করে বাহার বলেন, চলতি মৌসুমে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন৷ সরকারিভাবে ১০ হাজার হজযাত্রী, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়৷

গত বছর হাজীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে– ওইসব এজন্সিগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর দায়ভার সরকারের৷কোরবানির টাকা এ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়-এ কথা উল্লেখ করে বাহার বলেন, চলতি মৌসুমে মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন৷ সরকারিভাবে ১০ হাজার হজযাত্রী, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়৷

গত সোমবার হজ প্যাকেজ ২০১৫\’র খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা৷ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন৷ এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বেসরকারিভাবে হজ প্যাকেজ ২০১৫ ঘোষণা করা হয়৷

বৈঠক শেষে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফি য়ে এসব তথ্য জানান৷ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে অনলাইনে হজ পালনে নিবন্ধন শুরু হবে৷ নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি৷ আগামী বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব যেতে পারবেন৷ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী৷

মন্ত্রিপরিষদসচিব জানান,সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য দুটি প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা৷ প্রথম প্যাকেজে কোরবানি বাদে থাকা-খাওয়াসহ মোট খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা৷ দ্বিতীয় প্যাকেজে কোরবানি বাদে সম্ভাব্য ব্যয় দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷ এ ছাড়া কোরবানি বাবদ প্রত্যেক হজযাত্রীকে ১০ হাজার ৫০০ টাকা আলাদাভাবে নিতে হবে৷প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷ এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে৷গত বছর প্রথম প্যাকেজের জন্য হজযাত্রীদের দিতে হয় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজে খরচ ছিল দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা৷

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন৷ এর মধ্যে ১০ হাজার জন যাবেন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায়৷ কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন৷

হজে যেতে অনলাইনে নিবন্ধন করা যাবে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ তবে আগামী ১৫ ডিসেম্বর থেকেই নিবন্ধনের জন্য টাকা জমা নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) জাহাঙ্গীর আলম জানান৷নিবন্ধনের সময় অন্তত ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে৷ বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ জুন পর্যন্ত৷

আর বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না৷এবার হজযাত্রীর বিমান ভাড়া এক হাজার ৫২৫ ডলার হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব৷সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি সরকার অনুমোদিত ক্যাটারিং কোম্পানি থেকে তিন বেলা খাবার সরবরাহ করা হবে বলে জানান তিনি৷ ৷