OBAIDUL_QUADER

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৪ ডিসেম্বর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার নারায়ণগঞ্জের সমাবেশে বলেছেন-দেশে নাকি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে৷ কিন্তু প্রকৃতপক্ষে দেশে সড়ক দুর্ঘটনা কমেছে৷ এটি আমি বিএনপি নেত্রীর প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঠিক এমনই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷মন্ত্রী বলেন, যদি বিএনপি চেয়ারপারসন এর প্রমাণ দিতে পারেন তাহলে তার কাছে ক্ষমাও চাইব৷

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে৷ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে৷মন্ত্রী আরো জানান, আগামী জানুয়ারি মাসে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে বিকল্প কাঁচপুর, মেঘনা ও মেঘনা- গোমতী সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে৷

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারীর শেষ সপ্তাহে ৯ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নিমর্াণ কাজের দরপত্র আহবান করা হবে৷ এসব সেতু নির্মানে অথর্ায়ন করবে জাইকা৷তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে ৩৫ মিটার পরে ৬ থেকে ৭ ফুট স্কাউরিং পাওয়া গেছে৷ স্কাউরিং ও হিউঞ্জ বেয়ারিং এবং জয়েন্ট এক্্রপেশনের রুটিন ফলো আপ প্রোগামে তা খতিয়ে দেখে মেরামত কাজ করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে৷

এসময় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, সড়ক ও জনপথের উধর্্বতন কর্মকতর্ারা উপস্থিত ছিলেন৷