দৈনিকবার্তা-গাজীপুর,১৪ ডিসেম্বর: জনতা ব্যাংক গাজীপুর কর্পোরেট শাখার ভল্ট থেকে ৬১ লাখ ৭৮ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্ত৷ এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের নিরাপত্তা প্রহরী নূরম্নল ইসলামকে (৫০) আটক করেছে৷ ব্যাংকের ওই শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ সোলাইমান জানান, গাজীপুর শহরে জয়দেবপুর বাজারস্থিত তানভীর পস্নাজার দ্বিতীয় তলায় ব্যাংকের জনতা ব্যাংক গাজীপুর কর্পোরেট শাখাটি অবস্থিত৷ ব্যাংকের পাশ্ববর্তী ঝুট কাপড় ব্যবসায়ী জনৈক জাকিরের সঙ্গে সম্প্রতি ব্যাংকের নিরাপত্তাকর্মী নুরম্নল ইসলামের সখ্যতা গড়ে উঠে৷ শনিবার দিবাগত রাত ১০ টার দিকে জাকির কিছু ফল ও পানীয় নিয়ে ব্যাংকে প্রবেশ করে৷ পরে ফল ও পানীয়ের সঙ্গে কৌশলে নেশা জাতীয় দ্রব্য নিরাপত্তাকর্মী নূরম্নল ইসলামকে খাওয়ায়৷ এতে নূরম্নল ইসলাম অচেতন হয়ে পড়ে৷ এ সুযোগে ওই দোকানদার ব্যাংকের ভল্ট খুলে ৬১ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে ব্যাংকের পেছনের দিকে জানালার গ্রিল খুলে পালিয়ে যায়৷ রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে ভেতর থেকে ব্যাংকের গেইট বন্ধ দেখতে পায়৷ পরে ব্যাংকের গেইট খুলে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করে নিরাপত্তা কর্মী নূরম্নল ইসলামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে৷ এসময় ব্যাংকের ভেতরে ফলমূলের খোসা, নেশা জাতীয় ওষুধের আলামত এবং বিয়ারের ক্যান পরেছিল৷ ব্যাংকের ভিতরে এক পাশে কাপড়চোপড় ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ বিষয়টি ব্যাংকের উধর্্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ব্যাংকের ভল্ট চেক করে মোট ৬১ লাখ ৭৮ হাজার টাকা লুটের বিষয়টি নিশ্চিত হন৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিরাপত্তাকমর্ী নুরম্নল ইসলামকে আটক করে৷ পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশকে জানায় শনিবার রাতে টয়লেটে যাবার কথা বলে জাকির ব্যাংকের ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে৷
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তা প্রহরী নুরম্নল ইসলামকে আটক করা হয়েছে৷ তবে ঘটনার মূল নায়ক জাকির হোসেন পলাতক রয়েছে তবে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে৷ তিনি জানান, ব্যাংকের শাখাটিতে কোন সিসি ঠিভি ক্যামেরা ছিল না৷ এঘটনায় মামণা দায়েরের প্রক্রিয়া চলছে৷