দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি’র উদ্দেশে বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হবে না৷তিনি বলেন, সরকারের মেয়াদ শেষ হলে সঠিক সময়েই নির্বাচন হবে৷ তার আগে আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না৷ তোফায়েল আহমেদ রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন৷
তোফায়েল আহমেদ বলেন, সরকার কাজ করছে দেশের কল্যাণের জন্য কিন’ বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইছে৷ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে৷ পরবর্তী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে৷তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শানত্মি পাবে৷ বিজয়ের প্রাক্কালে একাত্তরের ঘাতকরা জাতির শ্রেষ্ঠ সনত্মানদের হত্যা করে জাতিকে পিছিয়ে দিতে চেয়েছিল৷ কিন্তু বাংলাদেশ পিছিয়ে যায়নি, এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে৷আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, যতদিন বাংলার মাটিতে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, ততদিন পর্যনত্ম শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শানত্মি পাবে না৷
শহীদবুদ্দিজীবী দিবস উপলক্ষে এর আগে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রৰিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা৷
এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আইন সম্পাদক আবদুল মতিন খসরম্ন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসীম কুমার উকিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনসহ সর্বসত্মরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে৷