13122014-01320141213111156

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর সভাপতি প্রশানত্ম কুন্ডু বলেছেন, বর্তমান সরকারের সময়ে হিন্দু বাড়ি দখলের ঘটনায় আমরা আতংঙ্কিত৷শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর উদ্যোগে “ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় হিন্দু বাড়ি দখলকারীদের গ্রেফতারের দাবিতে” আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি প্রশানত্ম কুন্ডু বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার৷ ৭১’এ মুক্তিযুদ্ধে অন্যদের পাশাপাশি হিন্দুরাও যুদ্ধ করেছে স্বাধীন হওয়ার জন্য৷ কিন্তু যখন খবরের কাগজে দেখতে পাই সংখ্যালঘুদের ওপর হামলা, সংখ্যালঘুদের বাড়ি দখল, মন্দির ভাংচুর তখন মনে হয় আমরা এখনও স্বাধীন হতে পারিনি৷”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে প্রশানত্ম কুন্ডু আরও বলেন, “আপনি শুধু আওয়ামীলীগের নয়, দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী৷ তাই হিন্দুদের জানমালের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে৷ অনতিবিলম্বে কসবার খাড়পাড়া গ্রামের পন্ডিত কার্ত্তিক কর্মকারের বাড়ি দখলকারী পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস সহ তার ভাই ভূমিদসু্য সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়া ও জালদলিলকারী আব্দুল আউয়াল শাহীনকে গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দিন৷” তিনি দখলকারীদের গ্রেফতারের পাশাপাশি তাদের বিরুদ্ধে দৃষ্টানত্ম মূলক শাসত্মি দাবি করেন৷

এ সময়ে ভুক্তভোগী পন্ডিত কার্ত্তিক কর্মকার বাড়ি দখলের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমার জীবনের নিরাপত্তা চাই, আমার ওপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার চাই৷”- তিনি এ ঘটনায় সরকারসহ সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের জোড় হসত্মক্ষেপ কামনা করেন৷ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনেরটি ইউনাইটেড ফ্রন্ট এর সভাপতি দিলীপ দাশগুপ্ত, বাংলাদেশ সিডু্যলকাস্ট ফেডারেশন এর সভাপতি প্রকাশ দাস চৌধুরী, সহ সভাপতি দুলাল সাহা, মোঃপুর থানা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সমির মজুমদার গৌর শংকর, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন দাস, বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর সহ সভাপতি সুব্রত নাগ সুব্রা, দফতর সম্পাদক দিপক নন্দি বাদল, মহানগর নেতা মিন্টু দাস প্রমুখ৷ মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত কসবা পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য সরকারের কাছে জোড় দাবি জানান৷ উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাতের আঁধারে কসবা পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস এর ভাই জাহাঙ্গীর মিয়া ও আব্দুল আউয়াল শাহিন সহ একদল সন্ত্রাসী একই এলাকার খাড়পাড়াস্থ পন্ডিত কার্ত্তিক কর্মকার এর বাড়িতে হামলা চালায় এবং একটি ঘর ভাংচুর করে৷ এ সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পন্ডিত কার্ত্তিক কর্মকারকে বের করে দিয়ে বাড়ি দখল করে৷