যোগাযোগমন্ত্রী-ওবায়দুল-কাদের

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: ৫ জানুয়ারিকে সামনে রেখে আন্দোলনের নামে বিএনপি দেশে সহিংসতা ছড়ালে সরকার কঠোরভাবে তা প্রতিরোধ করবে৷ বারবার গণআন্দোলনের ডাক দিয়ে শেষ পর্যন্ত সাড়া না পেয়ে হতাশা থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা গণঅভূ্যত্থানের হুঙ্কার দিয়েছেন৷শনিবার দুপুরে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় ৫৪ লাখ টাকা ব্যয়ে ডাক বাংলোর উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন৷

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা হলে সরকার বসে থাকবে না৷ জনগণের জান-মাল রক্ষার্থে সরকার কঠোর অবস্থানে রয়েছে৷ বিএনপি আন্দোলন করতেই পারে না৷ আন্দোলন করার মতো বাস্তব পরিস্থিতি তো দূরের কথা তাদের নিজেদেরও কোনো প্রস্তুতি নেই৷ এতোদিন তারা আন্দোলনকে গণআন্দোলন বলে এসেছে৷ বর্তমানে সেটিকে গণঅভু্যত্থান বলার চেষ্টা করছে৷ রাজনীতির ভাষায় গণআন্দোলনকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করা যায়৷ আর গণঅভু্যত্থানকে তুলনা করা যায় সমুদ্রের গর্জনের সঙ্গে৷ কিন্তু এতোদিন গণআন্দোলনের আদলে বিএনপি নদীর স্রোতের সমান্য ঢেউও তুলতে পারেনি৷ গণঅভু্যত্থানের আদলে সমুদ্রের ঢেউ তোলা তাদের পক্ষে অসম্ভব৷

মন্ত্রী আরো বলেন, রাজনীতিতে মামলা, হামলা, জেল জুলুমের মধ্য দিয়েই আন্দোলন করতে হয়৷ কিন্তু বিএনপির কর্মীরা হরতাল ডেকে মাঠে থাকলেও নেতারা ঘরে বসে আরাম আয়েশ করেন৷ যার কারণে বারবার আন্দোলেনর হাক ডাক দিয়েও কখনোই সাড়া পায়নি বিএনপি৷ ভবিষ্যতেও পারবে না৷ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার সময় কর্মীদের তুলনায় আওয়ামী লীগের নেতারাই বেশি মাঠে থাকতো৷ আন্দোলনের ডাক দিয়ে কর্মীরা পিছু হটলেও নেতারা পুলিশের সঙ্গে লড়াই করে মাঠে টিকে থেকেছে৷

গত ছয় বছরে বার বার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ খালেদা জিয়া৷ তাই এখন সরকার বিএনপির অন্দোলন নিয়ে মাথা ঘামাচ্ছে না৷ আন্দোলন করার মতো কোনো পরিস্থিতিই নেই বিএনপির৷ জনগণের সাড়া না পেয়ে তাই এখন হতাশ খালেদা জিয়া৷তিনি আরো বলেন, “রকারের পক্ষ থেকে আমরা একটি বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই, আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা হলে সরকার একটুও বসে থাকবে না৷ জনগণের জানমালের রক্ষার্থে সরকার কঠোর অবস্থানে থাকবে৷

তবে ভবিষ্যতে বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারে আশংকা করে মন্ত্রী হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তেমনটি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া ছাড়া কোনো বিকল্প কিছু থাকবে না৷এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাবুদ্দিন খান গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ ঊধর্্বতন কর্মকর্তারা৷