cannon

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: রান্নার গ্যাস সিলিন্ডারকে পরিবর্তন করে তৈরি করা মর্টার বোমার আঘাতে সিরিয়ার বিদ্রোহীরা জুলাই ও ডিসেম্বরের মধ্যে ৩১১ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে৷শুক্রবার ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি৷পাঁচমাসে বিশেষ ধরনের ওই কামানের গোলায় আহত হয়েছেন আরো ৭০০ জনেরও বেশি মানুষ৷অভজারভেটরি তথাকথিত দোজখের কামান নামের অনির্ভরযোগ্য এই অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছে৷এই কামানের গোলায় নিহতদের মধ্যে ২০৩ জন আলেপ্পোর সিরীয় সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি৷

সিরিয়ার সরকারি ও বিদ্রোহী উভয়পক্ষে থাকা সূত্র ব্যবহার করে দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা অবজারভেটরি জানিয়েছে, আলেপ্পোয় নিহতদের মধ্যে ৪২ শিশু ও ২৫ জন নারী রয়েছেন৷বৃহস্পতিবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে ১১টি ওই ধরনের গোলা নিক্ষেপ করেছে, তাতে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন৷

বড় কামান থেকে ছোঁড়া ওই গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরকে ভর্তি থাকে৷ পাখনা লাগিয়ে এগুলোকে উড়তে সক্ষম করা হয়েছে৷তথাকথিত ‘আরব বসন্তের’ প্রভাবে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা রক্তাক্ত গৃহযুদ্ধে পরিণত হয়৷ তিন বছরেরও বেশি সময় ধরে চলা এ গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাবে দুই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷এই গৃহযুদ্ধে রাসায়নি অস্ত্র, বিশেষভাবে তৈরি ব্যারেল বোমা ব্যবহারের পর এবার বিদ্রোহীদের তৈরি ‘দোজখের কামান’র ব্যবহারের কথা শোনা গেল৷