untitled-9 copy_48587

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৩ ডিসেম্বর: বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ এলাকায় ৬০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত গৌরনদী টেঙ্টাইল ইনস্টিটিউট অধিগ্রহনকৃত জমি শনিবার দুপুরে পরিদর্শন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মিজর্া আযম৷ এ উপলক্ষে এক আলোচনা সভা এইচএম জয়নাল আবেদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মিজর্া আযম৷

বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস৷ গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান, মাদারীপুর অতিরিক্ত জেলা জজ মো. নুরুল ইসলাম৷ বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আ. সাত্তার প্রমুখ৷ এ সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি মির্জা আযম বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে৷ বস্ত্র খাতে আমাদের বৈদেশিক আয় ২৫ বিলিয়ন ডলার থেকে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে৷ টেঙ্টাইল খাতে আমাদের দেশে ১৫ হাজার বিদেশী শ্রমিক নিয়োজিত রয়েছে৷ এতে আমাদের অনেক টাকা ব্যয় হচ্ছে, যা দিয়ে আমাদের দেশের ৭ লক্ষ শ্রমিকের বেতন দেয়া যেত৷