MANOBODHIKARপপপপ

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম বলেছেন, দেশে গুম, খুন, অপহরণ এবং সহিংসতা অতি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে৷ যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করছে৷ যার কারণে আইনের শাসন এবং মানবাধিকার আজ হুমকির মুখে৷

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন৷

তিনি বলেন, আমরা এমন এক দেশে বাস করি যেখানে কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করলে পুলিশ লাঠি চার্জ করে৷ আমাদের দেশ এখন পুলিশ শাসিত দেশে পরিণত হয়েছে৷ আমাদের মূল্যবোধের অবক্ষয় রুখতে পারলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে মানবধিকার প্রতিষ্ঠিত হবে৷অন্যদিকে, সরকার মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন৷ইউসুফ হোসেন বলেন, মানবাধিকর কমিশন গঠনসহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছে সরকার৷ সারা বিশ্ব যখন নীরব, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন৷বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের সভাপতি মো. নুরুল হুদা মিলু চৌধুরী৷ আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক তালুকদার মনিরুজ্জামান৷