দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: ক্রিস্তিয়ানো রোনালদোসহ রিয়াল মাদ্রিদের ১০ খেলোয়াড়ের ডোপ পরীক্ষা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা৷দ্বিতীয়বার এই প্রক্রিয়ায় রিয়ালের খেলোয়াড়দের ডোপ পরীক্ষার আওতায় আনলো উয়েফা৷ এই মৌসুমের শুরুতে সেভিয়ার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ ফাইনালের আগে রিয়ালের খেলোয়াড়দের ডোপ পরীক্ষা করেছিল সংস্থাটি৷

সমপ্রতি একইরকম পরীক্ষার মুখোমুখি হয় স্পেনের আরেক জনপ্রিয় দল বার্সেলোনার খেলোয়াড়রাও৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার পাঁচ জন খেলোয়াড়ের ডোপ পরীক্ষার জন্য ডাকে উয়েফা৷তাদের মধ্যে টানা চারবারের বর্ষসেরা লিওনেল মেসিও ছিলেন৷ আর দৈবচয়নের ভিত্তিতে কেবল তার মূত্র আর রক্ত দুটো নমুনাই দিতে হয়৷