atiurr-large20141213124734

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: অনত্মর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য সবুজ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান৷তিনি বলেন,পরিবেশবান্ধব শিল্পে অর্থায়ন বাড়ানোর মাধ্যমে অনত্মর্ভূক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব৷ এ জন্য সবুজ অর্থায়ন কর্মকান্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরভাবে যুক্ত হতে হবে৷

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার বেসরকারি সংস্থা নিওস্টার আয়োজিত টেকসই উন্নয়নের জন্য সবুজ অর্থায়ন শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

অনুষ্ঠানে জার্মান সরকারের আনত্মর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড-এর সাসটেইনএবল এনার্জি ফর ডেভলপমেন্ট (এসইডি) প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড পিটার হ্যানকক, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মঈনউদ্দিন মোনেম, রহিম আফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার মিসবাহ, নিওস্টারের প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহ, এনার্জিপ্যাক ইলেকট্রনিঙ্ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকতর্া নুরুল আকতার বক্তব্য দেন৷গভর্নর বলেন, আগামী বছর থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের বার্ষিক লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে৷ প্রতিটি ব্যাংককে তার মোট ফান্ডেড ঋণ বা বিনিয়োগের ৫ শতাংশ এই খাতে বিনিয়োগ করতে হবে৷

পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ অধিক নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, সবুজ অর্থায়নের ক্ষেত্রে ঋণের ঝুঁকি অনেক কম থাকে৷ তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ রুপানত্মর এবং টেকসই উন্নয়নের জন্য বর্তমান জীবাশ্ম জ্বালানী খাতের বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানী খাতে স্থানানত্মর করতে হবে৷ এতে জ্বালানী খাতের যেমন টেকসই উন্নয়ন হবে তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে৷সবুজ অর্থায়ন বাড়াতে কেন্দ্রিয় ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উলেস্নখ করে তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে৷ ৪৭ ধরনের সবুজ পণ্যে পুনঃঅর্থায়ন করা হ”েছ, যার মধ্যে ২৩টি নবায়নযোগ্য জ্বালানি পণ্য৷তিনি বলেন, যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অভিনব কোনো সবুজ পণ্য নিয়ে আসতে পারে, যা সত্যিকার অর্থে পরিবেশ সংরক্ষণে কাজে আসবে, ওই ধরনের প্রকল্পে পুনঃঅর্থায়ন সুবিধা দেয়ার বিষয়ে কেন্দ্রিয় ব্যাংক বিবেচনা করবে৷