দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: সাধারণ নির্বাচনের আগে শনিবার জাপানের বিভিন্ন স্থানে প্রবল তুষারপাত শুরু হয়েছে৷ ফলে আশংকা করা হচ্ছে খুব কমসংখ্যক ভোটারের উপস্থিতিতে সহজ জয় নিয়েই ৰমতাসীন জোট বিজয়ী হতে যাচ্ছে৷শনিবার টোকিওর আবহাওয়া পরিষ্কার রোদেলা থাকলেও জাপান সাগরের উপকূলবতর্ী ব্যাপক এলাকাজুড়ে প্রবল তুষারপাত শুরম্ন হয়েছে৷আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, রোববার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার সময়ের মধ্যেই জাপানের মধ্য ও উত্তরাঞ্চলে ৮০ সেমি পর্যনত্ম তুষারপাত হতে পারে৷ এর ফলে নির্ধারিত সময়ের দু’বছর আগে হতে যাওয়া এ নির্বাচনে ভোটারের উপস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় কম হতে পারে বলে আশংকা করা হচ্ছে৷
মতামত জরিপে দেখা গেছে, শিনজো আবে’র ক্ষমতাসীন জোট ৪৭৫ আসনের ৩০০টিতে জয় লাভ করে পার্লামেন্টের নিম্নকক্ষে সুপার-মেজরিটি পেতে যাচ্ছে৷সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভোটারদের মাত্র দুই-তৃতীয়াংশের নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে৷ ২০১২ সালের ডিসেম্বরে আবে যে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন তার আগে ৮০ শতাংশ ভোটার নির্বাচনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন৷
জাপানে বর্তমানে বিরোধী দলের পৰে জনসমর্থন কমে যাওয়ায় ৰমতাসীন জোট সহজেই নির্বাচনে জিতে যাবে বলে ধারণা করা হচ্ছে৷ অধিকাংশ ভোটারের কাছে আবের নেতৃত্বাধীন এলডিপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই৷শিনজো আবে তার ব্যয়মুখী প্রবৃদ্ধি নীতির ওপর গণভোট হিসেবে রোববারের এই আগাম নির্বাচন করছেন৷ এ নির্বাচনে বিজয়ী হতে আবে আগামী চার বছর মেয়াদে গণরায় নিয়ে তার বেশ কিছু কঠিন সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে৷