দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন এক চিত্রনায়িকা৷রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন নাজনীন আক্তার হ্যাপী নামের এক অভিনেত্রী৷শনিবার বিকেল ৪ টায় মিরপুর মডেল থানায় বাদীনি নিজে হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন৷ মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মারুফুল ইসলাম তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন৷
তিনি এজাহারের বরাত দিয়ে জানান, রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বাদীনিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে৷তবে মামলায় রুবেল হোসেনের ঠিকানা উল্লেখ করেনি হ্যাপী৷ তিনি এজাহারে আসামির ঠিকানার স্থলে লিখেছেন, ‘মিরপুর কমার্স কলেজের সামনে, দেখলে চিনব৷ শনিবার সন্ধ্যায় মিরপুর থানার গিয়ে তিনি এই মামলা করেন বলে থানার ওসি সালাহউদ্দিন জানান৷হ্যাপী বলেন, ফেইসবুকের মাধ্যমে ওর সাথে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়৷ নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা৷
বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল৷ এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়৷ওসি সালাহউদ্দিন বলেন, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে৷ ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল৷মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে৷রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি৷কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজনীন আক্তার হ্যাপী৷ তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি৷এ ব্যাপারে বক্তব্যের জন্য রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়৷
এদিকে, মামলার পরপরই নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে বলে মিরপুর থানার এসআই তানভীর হাসান জানিয়েছেন৷ তার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার আগ পর্যন্ত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে৷
রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেওয়া হবে বলে তানভীর জানিয়েছেন৷বাদীনি নাজনীন আক্তার হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন৷প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে হ্যাপির৷ এরপর সিনেমা রয়েল ও অনিকের সমসাময়িক ছবিতে অভিনয় করেন৷ এর আগে তিনি কয়েকবার ছিনতাইকারীর কবলে পড়ে সংবাদের শিরোনাম হয়েছেন৷