India-aus

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: অ্যাডিলেইড টেস্ট তার সব রোমাঞ্চ নিয়ে হাজির হলো শেষ সেশনে৷ ন্যাথান লায়নের অনন্য বোলিং ছাপিয়ে গেছে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংকেও৷ ব্যাটে-বলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতকে ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া৷শনিবার প্রথম টেস্টে ভারতকে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷অ্যাডিলেইড ওভালে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৯০ রান৷ স্বাগতিকরা সেই রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় রোমাঞ্চকর সমাপ্তির সম্ভাবনা তৈরি হয়৷ শেষ দিনে কমপক্ষে ৯৮ ওভারে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৪ রান৷

তবে প্রথম সেশনে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারাকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের৷ ধাওয়ানকে ব্র্যাড হ্যাডিনের ক্যাচে পরিণত করে প্রথম আঘাতটা হানেন মিচেল জনসন৷ প্রথম ইনিংসে অর্ধশতক করা পুজারাকে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি করেন লায়ন৷ ৫৭ রানে দুই উইকেট হারিয়ে লক্ষ্যটা একটু কঠিন হয়ে পড়ে অতিথিদের জন্য৷তবে কোহলি আর মুরালি বিজয়ের ব্যাটে শুরু হয় প্রতিরোধ৷ দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে যাওয়ার সময় ভারতের সংগ্রহ সেই ২ উইকেটেই ২০৫ রান৷

ম্যাচের চার দিন আর শনিবারের প্রথম সেশনে যা ভাবাই যায়নি, তা-ই তখন মনে হচ্ছিল খুব সম্ভব; ম্যাচ বাঁচিয়ে জয়ের দিকেই ছুটছিল ভারত৷ শেষ সেশনে কমপক্ষে ৩৭ ওভারে তখন দরকার ১৫৯ রান৷চা বিরতির পর এসে প্রথম ইনিংসের চেয়েও দুর্দান্ত একটি শতক তুলে নিলেন কোহলি৷ তবে বিপত্তি দেখা দিল বিজয়ের তিন অঙ্কে যাওয়া নিয়ে৷ ৯৯ রানে গিয়ে যে স্নায়ুচাপে পড়লেন তা থেকে আর বের হতে পারলেন না; লায়নের বলে এলবিডবি্লউ হয়ে অস্ট্রেলিয়াকে সুযোগ দিলেন ম্যাচে ফেরার৷

বিজয়ের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে গড়া তার ১৮৫ রানের বড় জুটি৷ ৫৭ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর জুটি গড়েছিলেন এই দুই জনে৷ তাদের দৃঢ়তায় এক সময়ে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৪২ রান৷ এরপর অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মাকে অল্প রানের ব্যবধানে আউট করে ভারতকে চাপে ফেলে দেন লায়ন৷ তবে উইকেটে কোহলি ছিলেন বলেই ম্যাচ বাঁচানো কঠিন কিছু মনে হচ্ছিল না ভারতের জন্য৷

মারমুখী হয়ে ওঠা ঋদ্ধিমান সাহাকে দারুণ ঘূর্ণি বলে বোল্ড করার পর কোহলিকে মিচেল মাশের্র ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে আবার জয়ের স্বপ্ন দেখান লায়ন৷ দ্বিতীয় ইনিংসে ১৪১ রান করেন কোহলি৷ তার ১৭৫ বলের ইনিংসটি ১৬টি চার ও ১টি ছক্কায় গড়া৷

মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের অভিষেকে জোড়া শতক করেন কোহলি৷ এর আগে এই কৃতিত্ব ছিল কেবল গ্রেগ চ্যাপেলের৷ অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জোড়া শতক করেন কোহলি৷ আর দু্ই ইনিংসেও শতক করে দলের হার এড়াতে না পারা দশম ব্যাটসম্যান তিনি৷কোহলির বিদায়ের পর বেশি দূর এগোয়নি ভারতের সংগ্রহ৷ তাদের শেষ সাত ব্যাটসম্যানের কেউ ২০ বলের বেশিও খেলতে পারেননি, তাই প্রথম টেস্টে হার এড়াতে পারেনি ভারত৷লায়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৭৩ রানে শেষ ৮ উইকেট হারায় অতিথিরা৷১৫২ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার লায়ন৷ প্রথম ইনিংসে ১৩৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন অফস্পিনার৷ ২৮৬ রানে ১২ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়৷এই প্রথম ম্যাচে ১০ উইকেট নিলেন লায়ন৷ এর আগে তার ম্যাচ সেরা বোলিং ছিল ১৬৫ রানে ৯ উইকেট৷

এর আগে ৭ উইকেটে ৫১৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া৷ জবাবে প্রথম ইনিংসে ৪৪৪ রান করে ভারত৷ স্বাগতিকদের দুই ইনিংসেই শতক করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার৷বাউন্সারের আঘাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউসের অকাল প্রয়াণের পর এটাই ছিল তাদের প্রথম টেস্ট৷ এই টেস্ট জুড়ে ছিলেন তিনি৷ তার টেস্টে শেষ পর্যন্ত জয়ই পেল স্বাগতিকরা৷