দৈনিকবার্তা-কঙ্বাজার, ১১ ডিসেম্বর: কঙ্বাজারের উখিযা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা৷ বৃহস্পতিবার দুপুরে তিনিরোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে ক্যাম্পে অবস্থারত রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক বিষয়গুলোর খোজ খবর নেন৷
বিশেষ করে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও পর্যাপ্ত ত্রাণ সামাগ্রী সরবরাহ ও শিশুর সুরক্ষা, গর্ভবর্তী মা এবং নবজাতকের মৃতু্যর হার কামানোর জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এনজিওদের আরো দায়িত্ববান হওয়ার আহবান জানান৷ পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ড্যান মজিনা রোহিঙ্গাদের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও প্রত্যাবাসন শুরু করার জন্য বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে কুটনৈতিক সম্পর্ক জোরদার সহ আনর্্তজাতিক ভাবে সমাধানের উপর গুরুত্বারোপ করেন৷
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনেকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে অন্যান্যদের মধ্যে ইউরোপিয় ইউনিয়নের বাংলাদেশস্থ প্রতিনিধি, ইউএনএইচসিআরের উধর্বতন কর্মকর্তা, আরআরসি কঙ্বাজারস্থ কর্মকর্তা ও জেলা প্রশাসনের উধর্্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন৷
পরিদর্শন কালে ক্যাম্প ইনচার্জ এস এম সরওয়ার কামাল শরনার্থী ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন৷ উল্লেখ্য যে, বর্তমানে ক্যাম্পে ১৩ হাজার ১৭৯ জন নিবন্ধনকৃত বৈধভাবে ও প্রায ৬০ হাজারের অধিক মিয়ানমারের রোহিঙ্গা অবৈধ ভাবে বসবাস করছে৷