দৈনিকবার্তা-কুষ্টিয়া, ১১ ডিসেম্বর: জামায়াতের বিচার হলেই এদেশ রাজাকার মুক্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ৷তিনি বলেন, খালেদা জিয়া বিভিন্নভাবে যুদ্ধাপরাধী দলকে প্রতিষ্ঠিত ও পুনর্বাসিত করেছেন৷ জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করেছিলেন৷
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি ২০১৩ সালে আন্দোলনের নামে গাড়িতে পেট্রল বোমা মেরে, আগুন ধরিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে৷ সেইভাবে যদি তারা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পুনরায় চালায় তাহলে তাদের প্রতিহত করবে সরকার৷
হানিফ বলেন, ইতোমধ্যেই শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে৷ তাছাড়া কারো কারো রায় কার্যকর করা হয়েছে৷ আগামী অধিবেশনেই যুদ্ধাপরাধী দল জামায়াতকে বিচারের আওতায় আনার চিন্তা ভাবনা চলছে৷
তিনি আরো বলেন, আইন সংশোধনের মাধ্যমে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার হলেই এদেশ রাজাকার মুক্ত হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে৷ ৩০ লাখ শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা মুক্তি পাব৷পরে মাহবুব উল আলম হানিফ মুক্ত দিবসের র্যালিতে অংশ গ্রহণ করেন৷ এসময় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ৷
এসময় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তারা, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন৷