dse_61073

দৈনিকবার্তা-ঢাকা, ১১ ডিসেম্বর: পুঁজিবাজারে লেনদেনের জন্য নেঙ্ট জেনারেশন নামে নতুন সফটওয়্যার চালু করল ঢাকা স্টক এঙ্চেঞ্জ৷বৃহস্পতিবার এ সফটওয়্যারের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান৷রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় এ সফটওয়্যারের উদ্ধোধন করা হয়৷ঢাকা স্টক এঙ্চেঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এঙ্চেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন৷

ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নাসডকের এভিপি লার্স অটারস গার্ড, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা প্রমুখ৷প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার জানে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশ এগোবে না৷ এজন্য অর্থনীতির যে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তা করছি৷ সরকার ব্যবসায়ীদের ওপর অযাচিত হস্তক্ষেপ করবে না৷

তিনি আরো বলেন, নুতন সফটওয়্যার চালুর মধ্য দিয়ে ঢাকা স্টক এঙ্চেঞ্জ নতুন যুগে প্রবেশ করল৷ এ সফটওয়্যারের ব্যবহার করায় বিনিয়োগকারীরা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷তবে বৃহস্পতিবার নতুন সফটওয়্যারের সকল দিক বুঝে উঠতে না পারায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে লেনদেন কম করেছে৷

সিকিউরিটিজ হাউজগুলো জানায়, নতুন সফটওয়্যারে স্ক্রল না থাকায় বুঝতে সমস্যা হচ্ছে৷ আপাতত কয়েকদিন না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না আসলেই এ সফটওয়্যারটি নেঙ্ট জেনারেশনের চাহিদা মেটাতে পরবে কি না৷ দেশে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে৷ সরকার তাদের ওপর অযাচিত হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান৷অর্থপ্রতিমন্ত্রী বলেন, আজকের এদিনে ডিএসই একটা নতুন যুগে প্রবেশ করলো৷ এ সিস্টেম চালুর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন৷ আমাদের সরকার প্রধানের নেতৃত্বে দেশের অর্থনীতির সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চাই৷

অর্থনীতির সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করে আধুনিক, বিজ্ঞানসম্মত এবং ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চাই৷ এ জন্য জনগণের সমর্থন দরকার৷ অতীতেও জনগণ আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন৷মান্নান বলেন, সরকার জানেন অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশ এগোবে না৷ এ জন্য অর্থনীতির যে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আমরা তা করছি৷তিনি আরো বলেন, আমরা শুধু ব্যবসায়ী বান্ধব না, আমরা ভোক্তা বান্ধবও৷ ভোক্তাদের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব৷ আমরা সে উদ্দেশ্যে কাজ করছি৷

ডিএসই’র অটোমেশন সরকারের ডিজিটাল প্রতিশ্রুতির অংশ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার আগে ডিজিটাল দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম৷ আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেলো৷ আমরা ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখবো৷ দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে৷অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেন, আমরা শেয়ারবাজারের উন্নয়নে অনেক দিনধরে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি৷ যার মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আইন সংশোধন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি৷

তিনি আরো বলেন, বাজারে কারসাজি সনাক্ত করতে আমরা আধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করছি৷দেশের উভয় স্টক এঙ্চেঞ্জও উন্নত সফটওয়্যার ব্যবহার করছে৷বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ডিএসই’র এ অটোমেশনের মাধ্যমে লেনদেন আরো দ্রুত ও স্বচছভাবে হবে৷

তিনি বলেন,দেশের শেয়ারবাজার স্থিতিশীল হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বাজারে ঝুঁকছেন৷ তারা আমাদের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াচেছন৷নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করার লক্ষ্যে ২৪ নভেম্বর থেকে ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর প্রায় ৪০০টি ট্রেডিং ওয়ার্ক স্টেশন থেকে একযোগে পরীক্ষামূলক লেনদেন (মক ট্রেডিং) চালু হয়৷যা এখনো অব্যাহত রয়েছে৷ পরীক্ষামূলক লেনদেনে যে সব ত্রুটি-বিচু্যতি ধরা পড়েছে তা তাত্‍ক্ষণিকভাবে সমাধান করা হয়েছে৷ ফলে নতুন এ প্রক্রিয়া সফলভাবে উদ্বোধন করা সম্ভব হবে বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ৷ ডিএসইতে নতুন এ ব্যবস্থা চালু হলে দীর্ঘ দিনের লট প্রথা বাতিল হয়ে যাবে৷

এর আগে গত ২১ মার্চ অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালুর জন্য নাসডাক ওএমএঙ্ ও ফ্লেঙ্ট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি সই করে ডিএসই৷ ফলে নয় মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করছে ডিএসই৷নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার মধ্যে নাসডাক ওএমএঙ্ সরবরাহ করছে ম্যাচিং ইঞ্জিন ও ফ্লেঙ্ট্রেড সরবরাহ করছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)৷ নতুন অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে ডিএসই ট্রেকহোল্ডার প্রতিনিধি, সব ব্রোকিং হাউজের অনুমোদিত প্রতিনিধি, আইটি বিভাগের প্রধান এবং ক্রেডিট অ্যাডমিনিসট্রেটরদের ধারণা দিতে গত ৪ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ েেনয় ডিএসই৷ যা তিন মাসব্যাপী পর্যায়ক্রমে চলে৷

ডিএসই সূত্রে জানা গেছে,নাসডাক ওএমএঙ্ ওফ্লেঙ্ট্রেড ব্যবহারকারীদের (ব্রোকার এবং বিনিয়োগকারী) জন্য সহজ এবং নিরাপদ হবে৷ তবে নতুন ব্যবস্থায় কোনো বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের যে কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা শাখা থেকে শেয়ার কেনা-বেচা করতে পারবেন না৷ প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটি ব্রোকারেজ হাউসের শাখা ও একজন বা একটি গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নির্দিষ্ট থাকবে৷ কোনো বিনিয়োগকারীকে ওই নির্দিষ্ট ব্রোকারেজ হাউস ও নির্দিষ্ট বা গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শেয়ার কেনা বা বেচার অর্ডার দিতে হবে৷ এতে একসঙ্গে অনেক কোম্পানির শেয়ারের ওঠানামা প্রত্যক্ষ করতে পারবেন তারা৷