1410270793

দৈনিকবার্তা-সিলেট, ১১ ডিসেম্বর: দেশে জনসংখ্যার ঘনত্বের সঙ্গে আনুপাতিক হারে ব্যাংকের শাখা আরও বাড়ানো দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে সাড়ে আট হাজার ব্যাংক শাখা রয়েছে৷ অনেকে মনে করেন এটা যথেষ্ট৷ দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, গ্রামে অনেক মানুষ বাস করেন৷ দেশে যে ব্যাংক শাখা রয়েছে তা যথেষ্ট নয়৷ তাই ব্যাংকের শাখা আরো বেশি হওয়া উচিত৷

বিচ্ছিন্নভাবে কিছু স্ক্যান্ডাল হলেও দেশের সরকারি ব্যাংকগুলোর সক্ষমতায় কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন মুহিত৷তিনি বলেন, সরকারি ব্যাংক যেসব সেবা দেয় বেসরকারি ব্যাংক তা দেয় না৷ সরকারি ব্যাংক গ্রামে যায়, বেসরকারি ব্যাংক যায় না৷ তাই সরকারি ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে৷

দেশে সরকারি- বেসরকারি ৪৮টি ব্যাংকের কার্যক্রম থাকলেও মুহিতের দল আওয়ামী লীগের গত মেয়াদে আরও ছয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়৷ওসমানী নগরের দয়ামীরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, কাজী মোর্শেদ হোসেন কামাল, সৈয়দ এপতার হোসেন পেয়ার প্রমুখ৷