দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১১ ডিসেম্বর: উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নিদের্শ অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে সরকারি সম্পত্তি দখল করে ঘর উত্তোলন ও গাছ কেটে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা৷ গাছ কর্তনের ঘটনায় মামলা দায়ের করা সত্যেও ওই সম্পত্তির গাছ কাটা অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
গৌরনদী ভূমি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১৫৬ পিঙ্গলাকাঠী মৌজার এস এ ৬৪ নং খতিয়ানের ১১০৫ দাগের ১ একর ৬৭ শতাংশ মালিক ছিল অতুল আচার্য্য, নগেন্দ্র নাথ আচার্য্য, জীবন কৃঞ্চ আচার্য্য৷ তারা ভারতে চলে যাওয়ার পর ওই জমি অর্পিত সম্পত্তি (ভিপি) হিসেবে “ক” তফসিলভূক্ত হয়৷ দীর্ঘদিন যাবত পিঙ্গলাকাঠী গ্রামের করম আলী মৃধা ওই জমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে ঘরবাড়ি তৈরী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন৷ করম আলী মৃধার মৃতু্যর পর তার পুত্র মোস্তফা মৃধা ও স্বপন মৃধা সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়ে ভোগ দখল করে আসছেন৷
করম আলী মৃধার পুত্র মোস্তফা মৃধা অভিযোগ করেন, গত ২০ নভেম্বর সকালে একই গ্রামের সাবেক ইউপি সদস্য ডিগ্রিবাজ মান্নান সরদার তার তার ভাড়াটিয়া এক থেকে দেড়’শ লোক নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়৷ এ সময় তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মধ্যে আটকে রাখে৷ তারা সরকারি জমির উপর ঘর উত্তোলন করে এবং ওই জমির প্রায় ৩ লাখ টাকার গাছ কেটে নিয়ে যায়৷
এ ঘটনায় ওই দিন রাতে নলচিড়া ভূমি অফিসের তহশীলদার মোসাঃ মমতাজ বেগম বাদী হয়ে গৌরনদী থানায় ডিগ্রীবাজ মান্নান সরদার ও তার স্ত্রী সাফিয়া, পুত্র শামীম সরদার, কন্যা ফাতেমা বেগম,সালমা বেগমসহ ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন মান্নান সরদার আদালত থেকে জামিনে এসে পুনায় দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছেন৷ তহশীলদার মমতাজ বেগম জানান, গতকাল বৃহস্পতিবার মান্নান লোকজন নিয়ে পুনরায় সরকারি সম্পত্তির গাছ কাটা অব্যাহত রেখেছেন৷ বিষয়টি গৌরনদী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহতি করলে দুপুরে প্রশাসনের লোকজন গাছ কাটতে নিষেধ করে৷ প্রমাসনের নিদের্শ অমান্য করে গাছ কাটা অব্যাহ রেখেছে৷ এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হাসান পাটোয়ারী এ প্রসঙ্গে বলেন, ওই সম্পত্তি ক তফসিল ভূক্ত৷ মান্নান সরদার সেখানে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে৷ এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে৷ এর পর সরকারি সম্পত্তির গাছ কাটলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হবে