Thakurgaon Review Meeting Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১০ ডিসেম্বর: ঢাকা সিটি কপের্ারেশনের (ডিসিসি) সীমানা নিধর্ারণ না হওয়া পর্যনত্ম নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী৷ তিনি আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কৰে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ এর পযর্ালোচনা সভায় এসব কথা বলেন৷ জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিঞা, প্যানেল মেয়র বাবলুর রহমান প্রমুখ৷ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী আরো বলেন, ২০১২ সালের ৯ ফেব্রম্নয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন৷ ঠিক ২ মাসের মাথায় ঢাকা উত্তর-দৰিণের নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়৷ কিন্তু আদালতের নির্দেশনার কারণে সেখানে নির্বাচন করা সম্ভব হয়নি৷ তিনি আরো বলেন, ঢাকা সিটি কপের্ারেশনের (ডিসিসি) এলাকার প্রতিটি ওয়ার্ডের সীমানা যখন নিধর্ারণ করা হবে৷ ঠিক তখনই ডিসিসি’র নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তিনি আরো বলেন, নির্বাচন কমিশন তাদের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে থাকে৷ সরকারের চাপে কোন কিছু করে না৷