দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দর থেকে ২১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪৩ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদনত্ম কর্তৃপক্ষ৷এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ শুল্ক গোয়েন্দা ও তদনত্ম অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা এ তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, বুধবার ভোর ৪টার দিকে বিমানবন্দরের মালবাহী ইউনিট থেকে ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়৷ সোনার বারগুলোর প্রতিটির ওজন এক কেজি৷তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে করে সোনার বারগুলো শাহজালাল বিমানবন্দরে আনা হয়৷ এর পর পণ্য খালাসের পর বিমানবন্দরের মালবাহী ইউনিটে গার্মেন্টস এ্যাঙ্িেরসের পার্সেল থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়৷
শুল্ক গোয়েন্দা ও তদনত্ম অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, সিঙ্গাপুর থেকে পার্সেল প্রেরনকারীর খোঁজখবর নেয়া হচ্ছে৷ তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি৷
এ পার্সেলটি চট্টগ্রাম ইপিজেড এলাকার কোনো এক গার্মেন্টস প্রডিউসারের জন্য আনা হয় বলে বিমান বন্দর কর্তপক্ষ সূত্রে জানা গেছে৷এ ব্যাপারে বিমান বন্দর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে৷