images

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: আমরা ট্যাঙ্ দিতে চাই, তবে অত্যাচারিত হতে চাই না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ৷

তিনি বলেন, যাদের কাছ থেকে টাকা নেবেন তাদের সঙ্গে ভালো কথা বলুন, ভালো সম্পর্ক রাখুন৷ তিন লাখ কোটি টাকার বাজেট যদি হয় তাহলে সবাইকে ভ্যাট-ট্যাঙ্ দিতে হবে৷ আমরা বাঁচতে চাই, ট্যাঙ্ও দিতে চাই৷ বুধবার রাজধানীর একটি হোটেলে মূল্য সংযোজন কর অ্যাক্ট ২০১২: উদ্বেগ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন৷

এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান ভ্যাট ও ট্যাঙ্ আইনের মাধ্যমে যদি দেশ না চলে তাহলে সরকার এত বড় বাজেট কীভাবে প্রণয়ন করে৷ ব্যবসায়ী সমপ্রদায় ট্যাঙ্ দেয় বলেই দেশ চলে৷ তিনি আরও বলেন, ভ্যাট ও ট্যাঙ্রে আওতা বাড়ে না বলে যারা নিয়মিত ট্যাঙ্ দেন তাদেরই বেশি হয়রানি করা হয়৷ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যমান মূল্য সংযোজন কর একটি জঞ্জাল৷ তাই বর্তমান সরকার ২০০৯ সালে একটি কমিটি গঠন করে তা পরিবর্তনের উদ্যোগ নেয়৷ বর্তমান ভ্যাট আইন অনেক বেশি করদাতা বান্ধব৷

ড. হাসান মনসুর বলেন, প্যাকেজ ভ্যাট দিয়ে কিছুই হবে না৷ সরকার যদি প্রকৃত করদাতাদের আধুনিক সুযোগ-সুবিধা দিতে চায় তাহলে একটি আধুনিক আইনের বিকল্প নেই৷ মধ্যম আয়ের দেশ হতে হলে সবাইকে কর দিতে হবে৷ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান৷এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডি’র সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচাযর্্য, নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন৷ বিষয়ের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন তৌফিকুল ইসলাম খান৷