2014-12-10_3_682426_111697

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: ফিলিপাইনে কতর্ৃপক্ষ ও সহায়তা সংস্থাগুলো দেশটিতে শক্তিশালী টাইফুনেবাস্থচু্যত হাজার হাজার মানুষের জন্য বুধবার ত্রাণ তত্পরতা জোরদার করেছে৷কর্মকর্তারা জানান, সামরিক বাহিনীর ত্রাণবাহী বিমান ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রসত্ম মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে ত্রাণ সামগ্রীর আটটি চালান পৌঁছে দেবে৷ এদিকে রেডক্রসের দুটি ত্রাণ বহর কয়েক হাজার প্যাকেট খাবার, পানি বিশুদ্ধকরণ ওষুধ, কম্বল ও হাইজিন কিটস সরবরাহ করবে৷
ফিলিপাইনের রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানান, আনুমানিক ৩ লাখ ৯০ হাজার মানুষের খাবার ও অস্থায়ী আশ্রয় সামগ্রী প্রয়োজন৷ এদের অধিকাংশই সামার দ্বীপের বাসিন্দা৷

রেডক্রস জানায়, সপ্তাহানত্মে টাইফুন হাগুপিট ঘন্টায় ২১০ কিলোমিটার (১৩০মাইল) বেগে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনে রাজধানী ম্যানিলার ওপর দিয়ে বয়ে গেছে৷ এতে বেশ কয়েকজনের মৃতু্য হয়েছে৷ঝড়টি আঘাত হানার আগে দশ লাখ মানুষ আশ্রয় শিবিরে গিয়ে ওঠে৷গত বছর সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জনের বেশি লোকের প্রাণহানি হয়েছে৷স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল রোঙ্াস এর আগে জানান, দ্বীপটির অনত্মত দুই লাখ লোকের সহায়তা প্রয়োজন৷তিনি সরকারের টাইফুন মোকাবিলা কার্যক্রমের তদারকি করছেন৷

তিনি আরো জানান, ত্রাণ অভিযানের জন্য বিমানবন্দর ও প্রধান সড়কগুলো থেকে দ্রুত ধ্বংসস্তুপ অপসারণ করা হয়েছে৷রেডক্রসের চেয়ারম্যান গর্ডন জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷ তবে তা গত বছর হাইয়ানের আঘাতে মৃতদের চেয়ে অনেক কম হবে৷হাগুপিটের আঘাতে মোট ৬ হাজার ২০০টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস ও আরো ৭ হাজার ৩০০টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রসত্ম হয়েছে৷ খবর এএফপি’র৷