নচিকেতার কথা ও সুরে মানিক

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: ভারতীয় সংগীতশিল্পী নচিকেতার কথা ও সুরে গান করলেন কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। গানটির সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানের কথাগুলো এ রকম – আবার ইচ্ছে করে কলেজে যাই, সোনালী দিনগুলোকে কাছে পাই, ভুলবোনা ক্লাসেতে ঢুকতে, পরীক্ষাতে বসে টুকতে, ভুলবোনা মিলে গ্যাজাতে সবাই। এর আগে, তানভীর তারেকের সঙ্গীতে আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে ‘আয় ভোর’ শিরোনামের একটি গান গেয়েছেন নচিকেতা। এবার নচিকেতার কথা ও সুরের গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মানিক বলেন, “নচিকেতার কথা ও সুর মানেই হলো অন্যরকম কিছু। নচিদাও চমৎকারভাবে তৈরি করেছেন গানটি। এ গান শুনে সবাই কলেজ লাইফের স্মৃতিতে কাতর হবেন।’ নচিকেতা তার পৈতৃক ভিটায় পিরোজপুর বেড়াতে এসে এই গানটির কথা ও সুর তৈরি করেন। আর তাতে কণ্ঠ দেন আমিরুল মোমেনীন মানিক। মানিক জানান, পহেলা বৈশাখে প্রকাশিতব্য তার একক অ্যালবামে ‘আবার ইচ্ছে করে’ এবং ‘আয় ভোর’ শিরোনামের গান দুটি থাকছে। অ্যালবামের কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে।