দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: বুলগেরিয়ান দল লুডোগোরেটসকে ৪-০ গোলে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷ চ্যাম্পিয়নস লীগে দুই মৌসুমে গ্রম্নপ পর্বের সবকটি ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে জয়ের নতুন রেকর্ড গড়েছে গ্যালাকটিকোরা৷ ইউয়েফার তথ্য অনুযায়ী এর আগে ১০বারের চ্যাম্পিয়নরা ২০১১/১২ মৌসুমে এই কৃতিত্ব অর্জন করেছিল৷
এছাড়া টানা ১৯টি ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটিও এখন রিয়ালের দখলে৷ আর এসব কিছুর জন্যই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের প্রশংসা করেছেন৷ এর আগে বার্সেলোনার সাথে যৌথভাবে সব ধরনের প্রতিযোগিতায় ২০০৫ এর অক্টোবর থেকে ২০০৬ এর জানুয়ারি পর্যনত্ম ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল রিয়াল ও বার্সেলোনা৷ সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়েছিল ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা৷ বার্নাবু্য স্টেডিয়ামে গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, আমার দলে অতি অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে এবং এটা আমি বারবার বলতে চাই৷ এ্যাথলেটিকোর বিপক্ষে হারার পরে আমি কখনই ভাবতে পারিনি টানা ১৯টি ম্যাচে অপরাজিত থাকবো৷২০১৩-১৪ মৌসুমে আনচেলত্তির অধীনে রিয়াল রেকর্ড ১০মবারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা লাভ করে৷ এটি ছিল এই ইতালিয়ানের রিয়ালের হয়ে প্রথম মেয়াদ৷
এদিকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ব্রাজিলিয়ান ক্লাব কোরিটিবার সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশী টানা জয়ের রেকর্ড রয়েছে৷ ২০১১ সালের ফেব্রম্নয়ারি থেকে মে মাস পর্যনত্ম দৰিণ আমেরিকার এই ক্লাবটি টানা ২৪টি ম্যাচে অপরাজিত ছিল৷ প্যারানেন্স স্টেট চ্যাম্পিয়নশীপ এবং ব্রাজিলিয়ান কাপ থেকে এই জয়গুলো এসেছিল৷ আর রিয়াল লা লিগায় ১১টি, চ্যাম্পিয়নস লীগে ছয়টি এবং কিংস কাপে দুটি ম্যাচে জিতে এই রেকর্ড করেছে৷ তাদের এই সাম্প্রতীক সাফল্যে ইতোমধ্যেই আনচেলত্তির চুক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু হয়েছে৷ একইসাথে তার সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টিও সংশিস্নষ্ট কর্তৃপক্ষের নজড়ে এসেছে৷ চলতি মৌসুমের শেষে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷
২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে লা লিগায় টানা ১৬টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল বার্সেলোনা৷ শুক্রবার আলেমরিয়ার বিপক্ষে জয়লাভে মাধ্যমে রিয়াল তাদের জয়ের রেকর্ড ১২তে নিয়ে যাবার সুযোগ পাচেছ৷ এরপরপরই ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে রিয়ালের মরক্কোতে যাবার কথা রয়েছে৷