দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: জামায়াতকে নিষিদ্ধে নয়, মুক্তিযুদ্ধের সময় অপরাধী সংগঠন হিসেবে দলটির বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবু্যনালস) আইনের’১৯৭৩ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি৷ বুধবার দুপুরে সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাত করতে এলে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনকে এসব কথা জানান আইনমন্ত্রী৷ এর আগে গত ৭ ডিসেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, চলতি ডিসেম্বর অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক দলের বিচারের বিধি সম্বলিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবু্যনালস) আইন’১৯৭৩ পরিবর্তনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে৷ নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের পরই আইনটি পাস হবে বলেও জানান তিনি৷ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস)- আইসিটি অ্যাক্ট সংশোধনের প্রস্তাবনা শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে৷প্রসঙ্গত, বিদ্যমান আইনে রাজনৈতিক দলকে সাজা দেয়ার বিধান না থাকায় এ আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়৷ মন্ত্রী আরো বলেন, আইসিটি অ্যাক্ট সংশোধন এর মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারী দল হিসেবে জামায়াতের বিচার নিশ্চিত করা সম্ভব হবে৷ উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল রায়ে জামায়াতকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অপরাধী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন৷ জামায়াতের আমির গোলাম আযমের রায়ের পর্যবেক্ষণে ট্রাইবু্যনাল বলেছিলেন, দালিলিক প্রমাণ ও পারিপাশ্বর্িক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, গোলাম আযমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে একটি অপরাধী সংগঠনের মতো কাজ করেছে, বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়৷ তারও আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের দেয়া পাঁচটি রায়ের মধ্যে চারটিতেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামিকে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়েছে৷ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর এ সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের দল বলে অভিযুক্ত জামায়াত ও তার সকল অঙ্গ সংগঠন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী বাহিনীগুলোর মানবতাবিরোধী অপরাধের বিচার করা সম্ভব হবে৷ একাত্তরে জামায়াতের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে অনেক আগেই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন তদন্ত সংস্থা৷ এর ভিত্তিতে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে ট্রাইবু্যনালে দাখিল করার পর জামায়াতের বিচার শুরু হবে৷ তবে ব্যক্তির পাশাপাশি দলের বিচারের বিধি সম্বলিত ট্রাইবু্যনাল আইনের সংশোধনী পাসের অপেক্ষায় আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করতে পারেননি প্রসিকিউশন৷ এ আইন চূড়ান্ত হলে তারা এটি তৈরি করে দাখিল করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা৷ বিএনপিকে ভালো মন্দ কোনো বিষয়েই জিজ্ঞাসা করা যায় না বলে কানাডার হাইকমিশনারকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক৷বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে কানাডার হাইকমিশনারের অনুরোধের প্রেক্ষিতে এ কথা বলেন আইনমন্ত্রী৷ এ সময় আইনমন্ত্রী হিদার ক্রুডেনকে বলেন, যে রাজনৈতিক দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না এবং আইনের শাসন মানে না সেই বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে না৷কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী৷ কানাডার দূতের সঙ্গে কি কথা হলো সাংবাদিকদের টওশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি (হাই কমিশনার) বলেছেন একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিএনপিকে সমর্থন করে এবং এক সময় ভোট দিয়েছিল৷ তাই বিএনপির সঙ্গে সংলাপ করা উচিত বলে তিনি প্রস্তাব দেন৷ আমি বলেছি, উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে চাই৷ কিন্তু যে রাজনৈতিক দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যে রাজনৈতিক দলের নেত্রী আইনকে তোয়াক্কা করেন না তার সঙ্গে সংলাপ হতে পারে না৷খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতে ৪৮ বারের মধ্যে ৪০ বারই হাজির হননি জানিয়ে মন্ত্রী এ সময় বলেন, এই যাদের অ্যাটিচু্যড, তাদের সঙ্গে সংলাপ তো দূরের কথা, ভালমন্দও জিজ্ঞাসা করা যায় না৷
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট আজ থেকে
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ...
বাজারে এলো ‘অপো রেনো১৩ ৫জি স্মার্টফোন
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি সম্পূর্ণ ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন। এই মোবাইলে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯...
১৩০০ কোটি টাকার সৌদি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ “শপআপ”
বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি জোট বেধে গঠন করলো সিল্ক গ্রুপ। এর ফলে...
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা...