দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ১৯৭১ সালের মতো আবার গর্জে উঠার সময় এসেছে৷ প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জাতিকে মেধাশূন্য করছে সরকার৷বুধবার সন্ধ্যায় মহান বিজয় ও মানবাধিকার দিবস উপলক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
এম কে আনোয়ার বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের আহবানে যেভাবে মানুষ গর্জে উঠেছিল ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার আহবানে নিজেদের অধিকার আদায়ে হয়তো সংগ্রাম করতে হতে পারে৷ কারণ অবৈধভাবে ক্ষমতাসীনরা একে একে মানুষের সকল ক্ষমতা কেড়ে নিয়েছে৷ তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন নিজেদের যা কিছু আছে তাই নিয়ে সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ি৷
সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল বহাল থাকবে৷ সংবিধান সংশোধন করে এ ট্রাইবু্যনালে বর্তমান সরকারের মন্ত্রীদের মানবাধিকার বিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেনে বিএনপির এই নেতা এম কে আনোয়ার বলেন, বলেন, বর্তমান সরকার মানবাধিকার লংঘনকারী ও মানবতা বিরোধী সরকার৷ যদি অনতিবিলম্বে আইনের শাসন কায়েম না হয়, মানবাধিকার লংঘনের বিচার না হয়, এই সরকারের মন্ত্রীদের স্মরণ করিয়ে দিতে চাই, মানবতা বিরোধী ট্রাইবু্যনাল সরকার পরিবর্তন হলেও রাখবো এবং আপনারা যে আজ মানবাধিকার লংঘন করছেন, সংবিধান সংশোধন করে মানবতা বিরোধী এবং মানবাধিকার বিরোধী অপরাধের বিচার করা হবে৷
তিনি বলেন, এই দেশে শেখ হাসিনার শাসন চলছে৷ আইনের শাসন নেই৷ যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানুষের মানবাধিকার থাকতে পারে না৷তিনি বলেন, জাতিসংঘের ঘোষিত দিবস মতে দিবসটি পালন করা হচ্ছে৷ জাতিসংঘকে অনুরোধ করছি, আপনারা আসুন, দেখুন এ দেশের মাটিতে কোথায় মানবাধিকার আছে?