চাষী নজরুল ইসলাম

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামকে গুরুত্বর অুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। মঙ্গলবার সকালে হঠাৎ করে অসুস্থতা অনুভব করলে, চাষী নজরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৬৬৩ নম্বর কেবিনে রয়েছেন। এদিকে চাষী নজরুল ইসলাম অন্তরঙ্গ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ছবির শ্যুটিং বন্ধ রেখেছিলেন। অবশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর শ্যুটিং শেষ করেন।