বাণিজ্যমন্ত্রী

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর: বাংলাদেশের টেঙ্টাইলখাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান সরকার৷
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং জার্মানির উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হ্যান্স জকিম ফুকটেল এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন৷বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই চুক্তির ফলে জার্মান সরকার আমাদের দেশের ১০টি টেঙ্টাইল কারখানার কম্প্লায়েন্সের (উন্নয়ন) জন্য আর্থিক সহায়তা দেবে৷ এতে জার্মানের বড় বড় কোম্পানিগুলো টেঙ্টাইলখাতে আগ্রহী হবে৷

এছাড়া আগামীতে প্রতি জোড়া জিন্স আমদানির ক্ষেত্রে অতিরিক্ত এক ইউরো বাড়াবে জার্মানি৷চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব হেদায়েতুল্লা আল মামুন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং জার্মান সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷