দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ এখন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মকর্তাদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক৷
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেককে উদ্ধৃত করে তাঁর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তাও এ কথা জানান৷ এর আগে এই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, তাঁরা জানতে পেরেছেন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী বেশির ভাগই প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী৷ এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা এবং অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ঊধর্্বতন কয়েকজন কর্মকর্তা বৈঠকে ছিলেন৷
গত বৃহস্পতিবার রাতে কিছুসংখ্যাক সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়৷ যদিও বিএনপির পক্ষ থেকে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে৷ঘটনার পরের দিন গণভবনে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদার সঙ্গে বৈঠককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
মঙ্গলবার মন্ত্রণলয়ে তিনি সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই বৈঠকে অংশগ্রহণকারীদের সনাক্ত করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷আমি বলেছিলাম, বিষয়টি হালকাভাবে নেওয়া হবে না৷ তা নেওয়াও হয়নি৷ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷গত ৪ ডিসেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তার বৈঠকের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও একে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিএনপি৷
তবে সরকার ওই ঘটনাকে হালকাভাবে নেবে না জানিয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী৷তবে কতজন কর্মকর্তা-কর্মচারীকে সনাক্ত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি৷জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করা হয়েছে৷
ওই তালিকায় যাদের নাম এসেছে মন্ত্রণালয় তা যাচাই বাছাই করছে৷ সনাক্ত করার বিষয়টি চূড়ান্ত করা হলেই এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে৷ওই কর্মকর্তা বলেন, বৈঠকে প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তার অংশ নেওয়ার কথা জানা গেলেও বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী৷
বিষয়টি প্রমাণিত হলে চাকরিবিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্ত নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই ব্যবস্থা নেবে৷ আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানান ওই কর্মকর্তা৷বৃহস্পতিবার রাতে কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক চলার খবর প্রচারিত ও প্রকাশিত হয়, যাতে প্রশাসনের একদল কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়৷এরপর রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ওই খবর আদৌ সত্য নয়৷ওই সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করা হয় বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানের সই করা ওই বিবৃতিতে৷
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক কয়েকজন আমলাকে ওই রাতে তার কার্যালয়ে দেখা যায়, যারা সবাই অবসরপ্রাপ্ত সরকরি কর্মকর্তা৷ওই দিন খালেদা জিয়া রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানের ওই কার্যালয়ে ছিলেন৷ওই কার্যালয় থেকে বের হওয়ার সময় ফখরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো সরকারি কর্মকর্তাই বৈঠকে ছিলেন না৷
এ প্রসসঙ্গে তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অনেকেই সাবেক সচিব৷ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৩০ জন কর্মকর্তার নামসহ একাধিক তালিকা পাওয়া গেছে গোয়েন্দা সংস্থার কাছ থেকে৷ এ তালিকা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে৷এর আগে রোববার প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক জানিয়েছিলেন, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কাজে সম্পৃক্ত হতে পারেন না৷ খালেদা জিয়ার সঙ্গে রাতে এভাবে দেখা করা আইন পরিপন্থি৷
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একাধিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের একাধিক তালিকা সংগ্রহ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ ওইসব তালিকায় যাদের নাম রয়েছে মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করছে৷ শনাক্ত করার কাজ শেষ হলে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে৷ওই কর্মকর্তা আরো জানান, বৈঠকে প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা অংশ নিয়েছেন৷ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে৷জনপ্রশান মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেওয়াদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়৷ চাকরিবিধি মোতাবেক ব্যবস্থা নিতে কোনো মন্ত্রণালয়কে এখনও আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়নি৷ হয়তো ফোনে কোনো নির্দেশনা দেওয়া হবে৷