দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর: ইসলামি জঙ্গিরা বিদেশি যোদ্ধাদের কামানের খোরাক ও প্রচারণার যন্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মঙ্গলবার অস্ট্রেলিয়া অভিযোগ করেছে৷ অস্ট্রেলিয়া সরকার জানায়, এ পর্যনত্ম সিরিয়া ও ইরাকে তাদের দেশের ২০ নাগরিক নিহত হয়েছে৷
অস্ট্রেলিয়া সরকারের পৰ থেকে আরো বলা হয়, এ দুই দেশে বর্তমানে অস্ট্রেলিয়ার আরো ৭০ জনের বেশি নাগরিক যুদ্ধ করছে৷ ফলে ইসলামিক স্টেট গ্রুপের অবস্থানের ওপর জোটের বিমান হামলায় আরো অনেকের মৃতু্যর খবর জানা গেছে৷অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস সংবাদপত্র দি অস্ট্রেলিয়ানকে বলেন,সিরিয়া ও ইরাকে সংঘাতে নিহত হওয়া অস্ট্রেলিয়ার প্রায় ২০ নাগরিকের ব্যাপারে সরকার অবগত রয়েছে৷
তিনি আরো বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোবানিসহ সরকারি বাহিনীর বিরম্নদ্ধে যুদ্ধে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার নাগরিক নিহত হওয়ায় এ সংখ্যা আরো বেড়ে গেছে৷এরআগে অস্ট্রেলিয়ার সরকার তাদের দেশের ১৫ জন নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছিল৷ব্রান্ডিস বলেন, জঙ্গিরা বিদেশি যোদ্ধাদের কেবলমাত্র কামানের খোরাক, আত্নঘাতী বোমা হামলাকারী ও প্রচারণার যন্ত্র হিসেবে ব্যবহার করছে৷