দৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর: স্পিকার ও সিপিএর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,পোশাক শিল্পে কর্মরতদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ৷
তিনি বলেন, এ দেশের তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের বেশী ভাগই নারী৷
সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্বদ্যিালয়ের নারীর শানত্মি ও নিরাপত্তা বিষয়ক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মিলান ভারভার সোমবর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’রচেয়ারপার্সনড.শিরীনশারমিন চৌধুরীএমপির সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন৷সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন৷
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন মিলান ভারভারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বিশ্ব প্রশংসিত এবং দেশের অর্থনীতির বৃহত্ খাত৷বাংলাদেশে সফররত মিলান ভারভার বলেন, সামাজিক ও মানব উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অর্জন প্রশংসিত৷সাক্ষাত্ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্বদ্যিালয়ের নারীর শানত্মি ও নিরাপত্তা বিষয়ক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মিলান ভারভার সংসদ ভবন পরিদর্শন করেন৷