ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)পার্লামেন্টেরদৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর:  বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কেজানতেচেয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)পার্লামেন্টের এমপি জিম ল্যাম্বার্ট৷বাংলাদেশের সংসদ কতটুকু কার্যকর আওয়ামী লীগের কাছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল৷ আ.লীগের নেতাদের সঙ্গে ইইউ’র প্রতিনিধি দলের বৈঠকে এ প্রশ্ন রাখেন ইইউ প্রতিনিধি দলটি৷ সোমবার বিকাল চারটা ৪০ মিনিটে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত চলে৷ সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি একথা জানতে চান৷

বিকেল ৫টায় বৈঠকটি শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান৷তিনি বলেন, ইইউ বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কী তা জানতে চেয়েছে৷ আমরা বিস্তারিত বলেছি৷ তারা জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে৷ হানিফ বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল৷ এই দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে৷ এছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে৷তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মাহবুব-উল-আলম হানিফ৷

বৈঠকে মধ্যবর্তী নির্বাচনে নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোনো আলোচনা হয়নি৷ প্রতিনিধি দলের আগ্রহ ছিল পোশাক খাত ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে৷ বৈঠকে হানিফের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ৷ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য জিন ল্যামবার্ড৷দশম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এটাই তাদের প্রথম বৈঠক৷ এর আগে তারা একবার বৈঠক করেছিল ৫ জানুয়ারির নির্বাচনের আগে৷

অন্যদিকে,বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ সোমবার দুপুর আড়াইটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সবিহ উদ্দিন আহমেদ৷বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিত, সমসাময়িক ঘটনা, ৫ জানুয়ারির নির্বাচনসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷