দৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্কটাপন্ন রোগিদের জন্য হাইপারবারিক অঙ্েিজন থেরাপি (এইচবিওটি) সংগ্রহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে (এনআইবিপিএস) ছয় কোটি টাকা অনুদান প্রদান করেছেন৷
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী এখানে তাঁর বাসভবন গণভবনে রোবাবর সন্ধ্যায় ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামের হাতে এ অনুদানের চেক তুলে দেন৷এইচবিওটি গুরুতর অগি্নদগ্ধ রোগিদের প্রেসারাইজড রম্নমে বা টিউবে বিশুদ্ধ অঙ্েিজন প্রদানসহ অত্যাধুনিক চিকিত্সা সুবিধা দেবে ৷
ডিকম্প্রেশনজনিত অসুস্থতা, মারাত্নক সংক্রমণ ও ধমনিতে বায়ু সঞ্চালনের ক্ষেত্রে বহুমূত্র ও রেডিয়েশনজনিত রোগীরা ক্ষতের চিকিত্সায় এইথেরাপি দ্বারা সুফল পাবেন৷অনুদানের চেক হসত্মানত্মরকালে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সহিংসতা, অগি্নকান্ড ও বিস্ফোরণসহ নানা কারণে জটিল রোগির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে৷ তিনি উল্লেখ করেন, রাজনৈতিক আন্দোলনের নামে গত বছর দেশব্যাপী বিএনপি-জামায়াতের ব্যাপক নৈরাজ চলাকালে এনআইবিপিএসে মারাত্মকভাবে দগ্ধ রোগির সংখ্যা অনেক বেড়ে যায়৷
তিনি বলেন,ওই সময় ডিকম্প্রেশনজনিত আহত অনেক রোগিকে বাঁচানো সম্ভব হয়নি৷ নতুন এই পদ্ধতি রোগিদের আধুনিক চিকিত্সা প্রদানের সুযোগ প্রশসত্ম করবে৷ চেক হসত্মানত্মর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্ণর ড. এসকে সুর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান, এনআইবিপিএসের অবৈতনিক উপদেষ্টা ডা. সামানত্ম লাল সেন৷