দৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর: বলের আঘাতে চোট পেয়ে ফিলিপ হিউস না ফেরার দেশে চলে গেলেও প্রিয় সতীর্থকে ভুলছে না অস্ট্রেলিয়া দল৷ অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে হিউসকে ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজের প্রথম এই ম্যাচ আরো অনেকভাবে হিউসকে ঘিরে থাকবে৷হিউস ছিলেন অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট ক্রিকেটার৷ ২৫ বছর বয়সে মারা যাওয়া এই ব্যাটসম্যানকে শ্রদ্ধা জানাতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ের জামার গায়ে ৪০৮ নম্বর লেখা থাকবে৷
প্রথম দিন সকালে দুই দলের খেলোয়াড়েরা মাঠে ‘৪০৮’ লেখা একটা জায়গায় দাঁড়াবেন, সেসময় বড় পর্দায় রিচি বেনোর ধারা বিবরণীতে হিউজকে নিয়ে বানানো একটি ভিডিও দেখানো হবে৷হিউসের স্মরণে ৬৩ সেকেন্ড ধরে করতালি দেবে সবাই৷ জীবনের শেষ ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে অপরাজিত ৬৩ রান করেন হিউস৷ ওই ম্যাচে শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস৷ মাথায় অস্ত্রোপচারের পর দুই দিন মৃতু্যর সঙ্গে লড়ে হার মানেন তিনি৷এছাড়া অ্যাডিলেইডে হিউসের একটি অস্থায়ী স্মারক বানিয়ে রাখবে সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন৷