দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মার্জিয়া জান্নাতি নামে এক বিমা কর্মকর্তাকে আটক করেছে র্যাব৷ রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে আটক করে র্যাব-৩-এর একটি দল৷
র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা য়েছে, মার্জিয়া ইসলামী ইনস্যুরেন্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত৷ মার্জিয়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার পরিচয় দিয়ে গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ফোন করেন৷ ফোনে তিনি দুই বিমা কর্মীকে আর্থিকভাবে সহায়তার জন্য গভর্নরকে নির্দেশ দেন৷ এভাবে মার্জিয়া প্রায় এক কোটি টাকা আয়ের চেষ্টা চালান৷ এ ঘটনায় আজ বনশ্রী এলাকা থেকে মার্জিয়া ও তাঁর স্বামী এম এ কাশেমকে আটক করা হয়৷
আটক মার্জিয়া ইসলামী ইন্সু্যরেন্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন বলে র্যাব জানায়৷র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন৷তিনি জানান, আটক নারী অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোনে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার পরিচয় দিয়ে তদবির করছিলেন৷বিষয়টি র্যাবকে জানানো হলে গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রীতে অভিযান চালানো হয়৷ ওই এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে৷