dinajpur-praimar.thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোসত্মাফিজুর রহমান বলেছেন, শিক্ষার গুণগতমান রৰা ও ঝরে পড়া রোধ সরকারের একটি বড় চ্যালেঞ্জ৷ এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে৷প্রাথমিক শিক্ষার গুণগতমান মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার বিশেষ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ১২ মাসব্যাপী সার্টিফিকেট-ইন-এডুকেশন-এর পরিবর্তে ১৮ মাসের ডিপ্লোমা -ইন-এডুকেশন কোর্স চালু করা হয়েছে৷

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী শনিবার সকালে মিরপুরের ১৩ নম্বরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলার শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট (পিটিআই) এর ভিত্তিপ্রসত্মরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার,আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন,সামশুল হক চৌধুরী,নজরম্নল ইসলাম বাবু,আবুল কালাম,আলী আজম,মোহাম্মদ ইলিয়াস ও বেগম উম্মে রাজিয়া কাজল এবং প্রাথমিক ও গণশিৰা সচিব কাজী আখতার হোসেন বক্তৃতা করেন৷

মন্ত্রী বলেন, দেশ বদলাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই অগ্রণী ভূমিকা রাখতে পারেন৷ শিক্ষাথর্ীদের শুধু পুঁথিগত শিক্ষক্ষ নয়,জ্ঞানভিত্তিক ও দতক্ষ শিক্ষায় গড়ে তুললে নতুন প্রজন্ম বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে৷বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন,ছাত্র ও শিক্ষক অনুপাতে শিক্ষক নিয়োগ, সমাপনী পরীক্ষা অনুষ্ঠান,অবকাঠামো নির্মাণ,উপবৃত্তির সংখ্যা বৃদ্ধি,দারিদ্র্যপীড়িত এলাকায় শিক্ষাথর্ীর্দের জন্য খাদ্য সরবরাহ,স্যানিটেশন সুবিধা ও বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বর্তমান সরকার গ্রহণ করেছে ৷

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: আলমগীর বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ঢাকায় পিটিআই ইনিস্টিটিউট স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধানত্ম৷ এটি নির্মিত হলে পরীবিক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি ল্যাবরেটরী স্কুলে প্রতিষ্ঠা করা হবে৷ যাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখান থেকে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ পারেন৷অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকা পিটিআই এর ভিত্তিপ্রসত্মরের ফলক উন্মোচন করেন৷ পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোসত্মাফিজুর রহমান রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি-আরডিইসি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থার এক কর্মশালায় অংশ নেন৷

প্রতিবন্ধী শিশুদের জন্য সমনি্নত শিক্ষা বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের জনজীবনে মিশে আছে৷ তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতে প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে৷
তিনি বলেন,তবেই শিক্ষকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান করে তাদের যোগ্য করে তুলতে পারবেন৷মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার এবং তাদের বিশেষ সুবিধার বিষয়গুলো পাঠ্যক্রমে অনত্মভর্ুক্তির কথা উলেস্নখ করেন৷গণ উন্নয়ন কেন্দ্র(গাক) ও লিয়োনার্ড চেশায়ার ডিজঅ্যাবিলিটি(এলসিডি) যৌথ উদ্যোগে কর্মশালায় সরকারী ও বেসরকারী পর্যায়ের ব্যক্তিসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করেন৷