দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম শনিবার বিকেল তিনটার পর লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করেন৷তিনি বলেন, হৃদপিণ্ডের সমস্যার কারণে লতিফ সিদ্দিকীকে বিএসএমএমইউ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে৷
আব্দুল লতিফ সিদ্দিকী শনিবার বিকেল সোয়া চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন৷হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূইয়া ক বলেন, লতিফ সিদ্দিকীর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে৷ তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে আছেন৷এর আগে ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়৷
২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী৷ একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়৷ নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
সমপ্রতি হজ ও তাবলীগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করে সারাদেশে তুমুল সমালোচনার পড়েন লতিফ সিদ্দিকী৷ এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে সারাদেশে দুই ডজনেরও বেশি মামলা হয়৷ বেশ ক’টি মামলাতে জারি হয় গ্রেফতারি পরোয়ানা৷ গত ২৫ তারিখ আত্মসমর্পনের পর থেকেই তিনি কারাগারে আছেন৷ধর্ম অবমাননার মামলায় গত ২৫ নভেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন লতিফ সিদ্দিকী৷তার আকস্মিক এই অসুস্থতার বিষয়ে কোনো কারা কর্মকর্তার বক্তব্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি৷
তিন মাস আগে নিউ ইয়র্কে হজ নিয়ে এক মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন প্রবীণ এই রাজনীতিককে পরে মন্ত্রিসভা থেকে বাদ দেন ওেশখ হাসিনা৷ এরপর দল থেকেও তাকে বহিষ্কার করা হয়৷লতিফ সিদ্দিকী বিদেশে থাকার মধ্যেই কয়েক ডজন মামলা হয় তার বিরুদ্ধে, পরে ঢাকায় ফিরে ধরা দিলে তাকে কারাগারে পাঠায় আদালত৷