দৈনিকবার্তা-নোয়াখালী, ৬ ডিসেম্বর: ষড়যন্ত্রের ধাক্কায় সরকারের কিছুই হবে না৷কারণ সরকারের ভীত দুর্বল নয়৷এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷তিনি বলেন, আন্দোলন করে বর্তমান সরকারকে হটানো যাবেনা৷ বর্তমান সরকারের ভীত এতো দুর্বল নয় যে জনগণ ছাড়া কারো চক্রান্তের ধাক্কায় নড়ে যাবে৷
শনিবার দুপুরে কবিরহাটের ইউনিয়নের নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন৷
ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি বলেন, আর বর্তমানে আন্দোলন করে সরকারকে হটানোর কোনো পরিস্থিতিও নেই৷ যারা আন্দোলন করবে তাদের নিজেদের কোনো সংঘবদ্ধ প্রস্তুতি নেই৷ তাই তারা যেকোনো ষড়যন্ত্র করতে পারে৷ তাদের সব ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে সরকার সবসময় সর্তক রয়েছে৷বিএনপির সঙ্গে সরকার দলীয় আমলাদের বৈঠকের ব্যাপার সরকারী পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের একটি চাকরির আচরণ বিধি রয়েছে৷ কেউ তা ভঙ্গ করলে সরকার যে ব্যবস্থা গ্রহণ করার তাই করবে৷
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারের সাবেক ও বতর্মান কিছু কর্মকর্তার সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, চাকরির একটি বিধিমালা আছে৷ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ এটি উত্তরা ষড়যন্ত্রের মতো কিনা৷ বৃহস্পতিবারের কথিত ওই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব৷
খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নজির বিএনপির নয়, বরং তা আওয়ামী লীগের৷শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল বলেন,
দেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের দরকার হয় না৷তিনি রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি৷প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়৷ ফখরুল এর প্রতিবাদ করে বলেন, বিএনপি কখনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়নি৷ আওয়ামী লীগই ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে৷ ২০০৮ সালে বিশেষ মহলের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে৷ তাদের ইতিহাসই ষড়যন্ত্রের৷
প্রধানমন্ত্রী গণভবনে বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচের মাঠি অনেক শক্ত৷ ফখরুল এ প্রসঙ্গে বলেন, যদি পায়ের নিচের মাটি শক্তই থেকে থাকে তাহলে নির্বাচন দিন৷ তাহলে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? আসলে মাটি নেই আপনাদের পায়ের নিচে রয়েছে চোরাবালি৷ দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিতে সরিয়ে দিতে এরকম ষড়যন্ত্রের কথা বলে তারা বিভ্রান্ত করে, বৃহস্পতিবারের বৈঠকের বিষয়টিও তেমনি একটি৷
ফখরুল বলেন, গুলশানের কার্যালয়ে সব সময় মিটিং হয়৷ প্রতিদিন দলের উপদেষ্টারা আসেন৷ কিন্তু বৃহস্পতিবারের মিটিং নিয়ে পত্র-পত্রিকা ও গণমাধ্যমে যেসব সংবাদ বেরিয়েছে, এর কোনো সত্যতা নেই৷এনিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রুচিহীন ও শিষ্টাচাবর্জিত মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, উনার বক্তব্য আমরা উচ্চারণ করতেও ঘৃণাবোধ করছি৷
ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তার পায়ের নিচে মাটি শক্ত৷ আমাদের বক্তব্য হল- যদি মাটি শক্ত হয়ে থাকে নির্বাচন দেন না কেন?বাংলাদেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে আগাম নির্বাচন চায় দাবি করে তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷এর আগে মন্ত্রী ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেঙ্ ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, চর চিরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উপজেলার ধানসিঁড়ি এবং নরোত্তমপুর ইউনিয়নের ৭টি গ্রামের ২৫ কি.মি. বিদু্যত্ সংযোগের উদ্বোধন করেন৷
শনিবার দুপুরে নোয়াখালী কবিরহাট উপজেলার নবগ্রামসহ ৭টি গ্রামে ৫ কোটি টাকা ব্যয়ে ২৫ কি.মি নতুন বিদ্যুত্ লাইন, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেঙ্রে নতুন ভবন ও বেশকিছু রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি৷
কর্মী সভায় ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান৷এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ প্রমুখ৷